Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

ঝোড়ো ইনিংসে ইতিহাস বিরাটের, IPL-এ হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন কিং কোহলি

মুম্বইয়ের বিরুদ্ধে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন বিরাট।

Virat Kohli becomes only Indian to cross 50 runs in 50 IPL innings | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 3, 2023 9:46 am
  • Updated:April 3, 2023 12:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) শুরুতেই স্বমহিমায় ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বোলিং নিয়ে ছেলেখেলা করেন তিনি। মাত্র ৪৯ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস হাঁকালেন। আরসিবিকে (Royal Challengers Bangalore) ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কিং কোহলি। আইপিএলের নয়া মরশুম শুরুর দিনেই আরেকটি বিশাল নজির গড়লেন তিনি। ভারতীয় হিসাবে আইপিএলে সবচেয়ে বেশিবার ৫০এর বেশি রান করার নজির এখন বিরাটের দখলে।

রবিবার চিন্নাস্বামীর মাঠে আইপিএল (IPL 2023) কেরিয়ারের ৪৫তম হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট। এই ইনিংসের পরেই রেকর্ডের তালিকায় ঢুকে পড়ে তাঁর নাম। প্রথম ভারতীয় হিসাবে ৫০টি ম্যাচে তিনি ৫০-এর বেশি রান করেছেন। এর মধ্যে ৫ বার হাফসেঞ্চুরিকে শতরানে বদলে ফেলেছেন। সবমিলিয়ে আইপিএল পরিসংখ্যান বলছে, ৪৫টি হাফসেঞ্চুরি রয়েছে বিরাটের দখলে। মেগা টুর্নামেন্টে ৫টি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। 

Advertisement

[আরও পড়ুন: চলন্ত ট্রেনে সহযাত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন, মৃত্যু এক শিশু-সহ ৩ জনের]

নতুন রেকর্ড গড়ার পরে অবশ্য দলের কথাই শোনা গেল বিরাটের গলায়। একবারও আইপিএল (IPL 16) ট্রফি পায়নি আরসিবি। তবে কিং কোহলি বলেন, “মুম্বই ৫ বার আর চেন্নাই ৪ বার ট্রফি জিতেছে। এই দুই দলকে বাদ দিলে আমরাই সবচেয়ে বেশি বার প্লে অফে খেলেছি। আমাদের ধারাবাহিকতা নিয়ে কোনও সমস্যাই নেই। শুধু লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে।”

তবে আইপিএলে সবচেয়ে বেশি বার ৫০ রানের গণ্ডি পেরনোর রেকর্ড রয়েছে ডেভিড ওয়ার্নারের। মোট ৬০ বার হাফসেঞ্চুরি করেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। তার মধ্যে ৪বার শতরান করেছেন তিনি। সবচেয়ে বেশি বার ৫০ রান করার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন বিরাট। তৃতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। ৪৯টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। 

[আরও পড়ুন: পুরসভার স্কুলগুলিতে চালু হবে ‘স্পোকেন ইংলিশ’ ট্রেনিং, চুক্তি জাতীয় স্তরের সংস্থার সঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement