সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশক সেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনিকেই বেছে নিয়েছিল আইসিসি। কিন্তু দশক সেরা ক্রিকেটার হিসেবে ক্যাপ্টেন কুলকে পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি। তাঁর মাথাতেই উঠল সেরার মুকুট।
রবিবারই দশক সেরা ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির দল ঘোষণা করেছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। পুরুষ ও মহিলা দুই দলেই দেখা যায় ভারতীয়দের দাপট। আর এদিন বিশ্বের তাবড় তাবড় তারকাদের পিছনে ফেলে একদিনের ক্রিকেটে দশক সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন কোহলি (Virat Kohli)। ব্যাট হাতে ভেলকি দেখানোর সম্মান পেলেন তিনি। এদিকে, কেন উইলিয়ামসন, কোহলি ও জেমস অ্যান্ডারসনকে হারিয়ে টেস্টে দশক সেরা ক্রিকেটারের পুরস্কার উঠল স্টিভ স্মিথের হাতে। টি-টোয়েন্টিতে দশক সেরা হলেন আফগান অলরাউন্ডার রশিদ খান। এই পুরস্কার শুধু তাঁকেই নয়, আফগানিস্তানের উঠতি ক্রিকেটারদেরও অনুপ্রেরণা দেবে বলে আশা রশিদের।
💬 “I am speechless after this award and happy for the fans. For someone from Afghanistan to get this award, it’s a special moment for me.”
📽️ Rashid Khan’s heartwarming reaction to winning the ICC Men’s T20I Cricketer of the Decade award 👏#ICCAwards pic.twitter.com/l404BarWId
— ICC (@ICC) December 28, 2020
তবে একটি নয়, এদিন আরও একটি পুরস্কার এল কোহলির ঝুলিতে। আইসিসির দশক সেরা ক্রিকেটার হিসেবে স্যর গারফিল্ড সোবার্স সম্মানে ভূষিত হন তিনি। তবে আইসিসির মঞ্চে একেবারে হাত ফাঁকা নয় ধোনির (MS Dhoni)। দশকের স্পিরিট অফ ক্রিকেট সেরার শিরোপা পেলেন মাহি।
🏅 ICC @CricketWorldCup win in 2011
🏆 ICC Champions Trophy win in 2013
🎖️ Test series win in Australia in 2018Virat Kohli, the winner of the Sir Garfield Sobers Award for ICC Male Cricketer of the Decade, talks about the last 10 glorious years of his career 🙌#ICCAwards pic.twitter.com/P9FSDgCkWJ
— ICC (@ICC) December 28, 2020
এদিকে আইসিসির মহিলা দশক সেরা ওয়ানডে ও টি-টোয়েন্টির মুকুট উঠল অজি তারকা এলিস পেরির মাথায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.