Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

বারবার মাঠে অনুপ্রবেশে মারধর ভক্তদের! কোহলির আর্জি, এমনটা করবেন না

ইতিমধ্যেই এক ভক্তকে মারধরের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Virat Kohli asks security to take it easy on pitch invader

আরসিবি ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েন এক ভক্ত

Published by: Sulaya Singha
  • Posted:April 10, 2024 1:00 pm
  • Updated:April 10, 2024 1:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয় তারকাকে একবার ছুঁয়ে দেখতে কার না ভালো লাগে! আর সেই স্বপ্নপূরণেই বারবার নিয়মের বেড়াজাল ভেঙে মাঠের ভিতর ছুটে যাচ্ছেন ভক্তরা। আইপিএলের ম্যাচগুলিতে আখছার চোখে পড়ছে এমন ঘটনা। কিন্তু তারকাদের কাছাকাছি পৌঁছে যাওয়ার খেশারতও দিতে হচ্ছে সেই সব সমর্থকদের। মাঠের বাইরে নিয়ে গিয়ে তাঁদের বেধড়ক মারধর করা হচ্ছে। ইতিমধ্যেই এমন একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। এবার অনুপ্রবেশকারী ভক্তরা পাশে পেলেন বিরাট কোহলিকে (Virat Kohli)।

সম্প্রতি যে ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল, তাতে দেখা গিয়েছে, ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েন এক সমর্থক। ছুটে যান নিরাপত্তায় থাকা কর্মীরা। তাঁকে মাঠ থেকে বের করে স্টেডিয়ামের একপ্রান্তে নিয়ে এসে মারধর করা হয়। নেটদুনিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, একজন ক্রিকেট ভক্তকে কেন এভাবে মারধর করা হচ্ছে? তাঁরা তো বড়সড় অপরাধী নন! দিন কয়েক আগেই মুম্বই ম্যাচের সময় ওয়াংখেড়েতে ঢুকে পড়েছিলেন এক ফ্যান। তাঁকে দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন রোহিত শর্মা।

Advertisement

[আরও পড়ুন: ইদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি]

আবার গত শনিবার রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে আরসিবির (RCB) ম্যাচেও ঘটে প্রায় একই ঘটনা। বেঙ্গালুরুর ফিল্ডিংয়ের সময় কোহলির দিকে দৌড়ে আসেন এক ভক্ত। তাঁকে জড়িয়ে ধরেন। এমন দৃশ্য দেখেই নিরাপত্তারক্ষীরা আসরে নামেন। দুজনে ওই তরুণের দুহাত ধরে কার্যত টানতে টানতে বের করেন তাঁরা। যা দেখে বিরাট বলেন, “আরাম সে।” অর্থাৎ ওই ভক্তকে আস্তে ধীরে বের করে নিয়ে যাওয়ার আর্জি জানান কোহলি।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কোহলির সেই মানবিক রূপের ভিডিও। যা দেখে মুগ্ধ অনেকেই। অনেকেই বলছেন, এভাবে ভক্তদের পাশে থাকেন বলেই এতখানি ভালোবাসা পান প্রাক্তন আরসিবি নেতা।

[আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারে উপভোক্তা ১২ পুরুষ! ধৃত পদ্মনেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement