ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদানীং সোশাল মিডিয়ায় পোস্ট করা থেকে দূরে থাকেন বিরাট কোহলি। ব্যক্তিগত জীবন নিয়েও তাঁর কোনও পোস্ট দেখা যায় না। এমনকী চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেও তাঁর কোনও পোস্টও দেখা যায়নি। যা দেখে তাজ্জব কোহলি ভক্তরা। কিন্তু ঘটনাচক্রে তাঁর সামাজিক মাধ্যমের পেজ নানান বিজ্ঞাপনে ভরে থাকে। যা নিয়ে রীতিমতো হতাশ নেট নাগরিকরা। তাঁদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে বিরাটকে। অবশেষে এই বিষয়ে নীরবতা ভাঙলেন আন্তর্জাতিক ক্রিকেটে ৮২ সেঞ্চুরির মালিক।
কোহলি বলেছেন, ”চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আমার যে আনন্দ হয়েছে, সোশাল মিডিয়ায় পোস্ট করলে সেই আনন্দ দ্বিগুণ হবে না। সকলেই জানেন আমরা চ্যাম্পিয়ন হয়েছি। পোস্ট করলে যে দ্বিতীয়বার ট্রফি জিতে যাব, এমনও নয়। বাস্তবের ছবিটা তো একই থাকবে।”
আসলে কোহলির ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন থাকে। যা দেখে নিন্দুকরা তাঁর প্রোফাইলকে ‘ইনস্টাগ্রামের টাইম স্কোয়ার’ বা ‘অ্যাডগ্রাম’ বলেও কটাক্ষ করে। সেটারই পালটা দিলেন বিরাট।
একটা সময়ে কোহলির ক্রিকেটীয় জীবনে সোশাল মিডিয়া বেশ প্রভাব ফেলেছিল। তাই জেনেবুঝেই সামাজিক মাধ্যমের মোহ থেকে বেরিয়ে এসেছেন তিনি। নিজের এই সচেতন সিদ্ধান্ত নিয়ে কোহলি বলেছেন, ”প্রযুক্তি অনেক সময় মনঃসংযোগে ব্যাঘাত ঘটায়। আমার অভিজ্ঞতায় এমনটা বহুবার দেখেছি। যা আমার ক্রিকেটীয় জীবনে প্রভাব ফেলেছে। ভাগ্যক্রমে, আমি এমন এক সময়ে বড় হয়েছি যখন পকেটে স্মার্টফোন থাকত না। তাই এখনও সেসব থেকে দূরে থাকা সহজ।”
ক্রীড়া জগতে তৃতীয় সর্বোচ্চ ফলোয়ার রয়েছে বিরাট কোহলির। সেই সংখ্যাটা ২৭ কোটি। এক্ষেত্রে তাঁর উপরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। তবে যেমন রাজকীয় ভঙ্গিতে তিনি সেঞ্চুরি হাঁকান, তেমনভাবেই তিনি সমালোচনার জবাব দিলেন। এক্কেবারে স্ট্রেইট ব্যাটে!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.