Advertisement
Advertisement

Breaking News

Duleep Trophy

দলীপে একঝাঁক তারকা ক্রিকেটার, আশা জাগিয়েও নেই বিরাট-রোহিত

বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া ঈশান কিষানও খেলবেন দলীপ ট্রফি।

Virat Kohli and Rohit Sharma will not play Duleep Trophy

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 14, 2024 7:58 pm
  • Updated:August 14, 2024 7:58 pm  

আলাপন সাহা: দলীপ ট্রফিতে খেলতে দেখা যেতে পারে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে! গত কয়েকদিন ধরে এই জল্পনা ঘোরাফেরা করছিল দেশের ক্রিকেট মহলে। কিন্তু বুধবার দলীপ ট্রফির দল ঘোষণার পরে দেখা গেল, কোনও দলেই রাখা হয়নি দুই মহাতারকাকে। ফলে ঘরোয়া ক্রিকেটে এক্ষুণি তাঁদের খেলার কোনও সম্ভাবনা নেই। দলীপের পরের রাউন্ডগুলোতে কি দেখা যাবে বিরাট-রোহিতকে? সেই সম্ভাবনাও খুবই কম।

বুধবার দলীপ ট্রফির জন্য চারটি দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এই প্রতিযোগিতা দিয়েই ঘরোয়া ক্রিকেটে লাল বলের মরসুম শুরু হচ্ছে। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া ঈশান কিষানও খেলবেন দলীপ ট্রফি। বুধবার চারটি দলের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে যথাক্রমে শুভমন গিল, অভিমন্যু ঈশ্বরণ, ঋতুরাজ গায়কোয়াড় এবং শ্রেয়স আইয়ারকে। তাঁদের অধীনে খেলবেন ভারতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটাররা। তবে দলীপ ট্রফিতে খেলার সুযোগ পাননি রিঙ্কু সিং।

Advertisement

[আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন, বুচিবাবু টুর্নামেন্টে ফিরছেন বোর্ড চুক্তি থেকে ‘ব্রাত্য’ দুই তারকা

জানা গিয়েছে, কেএল রাহুল, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খানের মতো টেস্ট ক্রিকেটাররা খেলবেন দলীপে। ঋষভ পন্থ, রিয়াগ পরাগকেও নেওয়া হয়েছে দলে। কিন্তু চার দলের কোনওটাতেই নেই বিরাট-রোহিতের নাম। অর্থাৎ দলীপের প্রথম রাউন্ডে দুই মহাতারকা খেলবেন না। বোর্ড সূত্রে খবর, দলীপ খেলতেই হবে বলে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি রোহিতদের। তাঁরা চাইলে তবেই দলে রাখা হত। দলীপের পরের রাউন্ডেও দুই তারকাকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুব কম।

অন্যদিকে, চোট সারিয়ে দলীপে ফিরতে পারেন মহম্মদ শামি এমনটাও শোনা গিয়েছিল। কিন্তু তারকা পেসারকেও রাখা হয়নি কোনও দলে। সূত্রের খবর, এখনও সম্পূর্ণ ফিট হতে পারেননি শামি। তাই দলীপ ট্রফিতে এখনই তাঁকে নামানো হচ্ছে না।

[আরও পড়ুন: ফের পয়েন্ট নষ্ট, কলকাতা লিগের সুপার সিক্স থেকে আরও দূরে মোহনবাগান

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement