সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টির পর ওয়ানডে ক্রিকেটেও জোর প্রতিদ্বন্দ্বিতা শুরু রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির(Virat Kohli)। এ বছর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান স্কোরার কে হবেন? তা নিয়েই মূল লড়াই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজেই ঠিক হয়ে যাবে এ বছরের সেরা ওয়ানডে ব্যাটসম্যানের খেতাব কার দখলে যাবে।
টি-টোয়েন্টি ক্রিকেটে একে অপরের ঘাড়ে নিশ্বাস ফেলছেন কোহলি এবং রোহিত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান স্কোরারদের তালিকায় কখনও কোহলি এক নম্বরে থাকেন, তো কখনও এক নম্বরে থাকেন রোহিত। আপাতত দু’জন যুগ্মভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রান স্কোরারের আসনটি দখল করে রেখেছেন। দু’জনের খাতাতেই রয়েছে ২ হাজার ৬৩৩ রান। এবছর ভারত আর কোনও টি-টোয়েন্টি খেলবে না, তাই যুগ্মভাবে প্রথম স্থানেই বছর শেষ করবেন বিরাট-রোহিত।
এ তো গেল টি-টোয়েন্টির কথা, এবার আসা যাক ওয়ানডে ম্যাচের কথায়। এখানেও জোর প্রতিদ্বন্দ্বিতা রোহিত এবং বিরাটের। সার্বিকভাবে ওয়ানডে পরিসংখ্যানে কোহলির ধারেকাছে নেই ‘হিটম্যান’। লড়াইটা ২০১৯ সালের মোট রান নিয়ে। ২০১৯ সালে ফের আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান স্কোরার হওয়ার দৌড়ে শীর্ষস্থানে রয়েছেন বিরাট। এবার সর্বোচ্চ রান স্কোরার হলে নয়া রেকর্ডের মালিকও হয়ে যাবেন তিনি। প্রথম ব্যাটসম্যান হিসেবে চারবছর ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান স্কোরারের খেতাব যাবে কোহলির খাতায়। এর আগে এই কীর্তি আর কোনও ব্যাটসম্যানের নেই। সৌরভ গঙ্গোপাধ্যায়, কুমার সাঙ্গাকারারা ৩ বছর সর্বোচ্চ রানস্কোরারের খেতাব জিতেছেন। কোহলিও জিতেছেন ৩ বার।
কিন্তু, কোহলি এবং এই অনবদ্য রেকর্ডের মাঝে দেওয়াল হয়ে দাঁড়াতে পারেন রোহিত। ২০১৯ সালে বিরাটের মোট ওয়ানডে রান ১২৮৮। মাত্র ৫৬ রান পিছিয়ে দ্বিতীয় স্থানে আছেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন রোহিত। আগামী ৩ ম্যাচে যদি রোহিত যদি ওই ৫৬ রানের ব্যবধান টপকে ফেলতে পারেন, তাহলেই অভিনব রেকর্ড হাতছাড়া হয়ে যাবে টিম ইন্ডিয়ার অধিনায়কের। যা হয়তো খানিকটা হলেও চিন্তায় রাখবে বিরাটকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.