ধোনি ও কোহলি। ছবি-সোশাল মিডিয়া থেকে
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধোনি-কোহলির সম্পর্কের কথা উঠলেই বলিউডের জনপ্রিয় গান ইয়ে দোস্তির লাইনগুলো মনে পড়ে যায় ক্রিকেটভক্তদের। কোহলি (Virat Kohli) নেতৃত্ব ছাড়ার পরে একমাত্র ধোনিই (MS Dhoni) তাঁকে ফোন করেছিলেন। সেকথা সাংবাদিক বৈঠকে সবার সামনে বলেওছিলেন কোহলি। বিরাটের খারাপ সময়ে ধোনিই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর পিঠে স্নেহের হাত রেখেছিলেন। ধোনির প্রতি কোহলির আগাধ আস্থা, শ্রদ্ধা। কোহলিকে একসময়ে বলতে শোনা গিয়েছিল, তাঁর ও ধোনির সম্পর্কের মধ্যে সত্যতা রয়েছে।
আবার কোহলি যখন অধিনায়ক তখন কঠিন পরিস্থিতিতে ধোনিকেই ফিল্ডিং সাজাতে দেখা গিয়েছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে। ধোনিকে দায়িত্ব দিয়ে কোহলিকে দূরপ্রান্তে ফিল্ডিং করতেও দেখা গিয়েছিল। সেই সম্পর্কের প্রতিফলন আরও একবার দেখা গেল আইপিএলের প্রথম ম্যাচে।
শুক্রবার চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে আইপিএলের বোধন হয়। চেন্নাই ম্যাচটা জিতে নেয়। তবে কোহলি ও ধোনির বন্ধুত্বের ছবি একাধিকবার ধরা পড়েছে ক্যামেরায়। এক ভক্ত একটি ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে কোহলি জড়িয়ে ধরেছেন ধোনিকে।
Moment of the Match ❤️
Virat Kohli hugs Thala MS Dhoni from behind pic.twitter.com/hjheslQN9c— ICT Fan (@Delphy06) March 22, 2024
খেলার শেষে আরও একবার ধোনি ও কোহলি দারুণ এক মুহূর্তের জন্ম দেন। ধোনি ও কোহলি একে অপরকে বুকে টেনে নেন। কথা বলতে দেখা যায় দুজনকে। সেই মুহূর্ত সমাদৃত হয় ভক্ত-অনুরাগীদের কাছে।
MS Dhoni 🤗 Virat Kohli
These two are a VIBE! ☺️#TATAIPL | #CSKvRCB | @msdhoni | @imVkohli | @ChennaiIPL | @RCBTweets pic.twitter.com/whjKAk8j0L
— IndianPremierLeague (@IPL) March 22, 2024
আজ ওপেনিং নিয়ে ধোঁয়াশায় কেকেআর, অস্ট্রেলীয় ডুয়েল ছাপিয়ে গম্ভীর-আবেগে আক্রান্ত ইডেন
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.