Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli Gautam Gambhir

ম্যাচের পরেই তুমুল বাকবিতণ্ডা বিরাট-গম্ভীরের, মোটা অঙ্কের জরিমানা দুই তারকার

একে অপরের দিকে তেড়ে যাচ্ছেন দুই ক্রিকেটার, ভাইরাল ভিডিও।

Virat Kohli and Gautam Gambhir involved in spat, fined 100 percent match fee | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:May 2, 2023 8:55 am
  • Updated:May 2, 2023 9:03 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার আইপিএলে (IPL) আরসিবি (RCB) বনাম লখনউ (LSG) ম্যাচের পরেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীর (Gautam Gambhir)। একে অপরের দিকে তেড়েও যান দুই তারকা। কোনওমতে পরিস্থিতি সামাল দেন দুই দলের ক্রিকেটার ও আম্পায়াররা। তারপরেই গম্ভীর ও কোহলির বিরাট অঙ্কের জরিমানার শাস্তি ঘোষণা করা হয় আইপিএলের তরফে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই দুই তারকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। আগেও মাঠের মধ্যেই বিবাদে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে তাঁদের।

সোমবার লখনউয়ের ঘরের মাঠ একানা স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। প্রথমে ব্যাট করে ১২৬ রান তোলে আরসিবি। তবে কম রানের টার্গেট তাড়া করতে গিয়ে আটকে যান লখনউ ব্যাটাররা। চোটের কারণে ওপেনিংয়ে নামতে পারেননি লখনউ অধিনায়ক কে এল রাহুল। সেই কারণে রান তাড়া করতে আরও সমস্যা বাড়ে তাঁর দলের। শেষ পর্যন্ত ১৮ রানে ম্যাচ জেতে আরসিবি। তারপরেই বিরাট ও গম্ভীরের মধ্যে ঝামেলার সূত্রপাত। 

Advertisement

[আরও পড়ুন: লখনউয়ের দখল নিলেন ব্যাঙ্গালোরের বোলাররা, চোট নিয়ে মাঠে নেমেও জয় অধরা রাহুলের]

খেলা চলাকালীনই দেখা গিয়েছে, লখনউয়ের প্রত্যেকটি উইকেট পড়ার পরেই উত্তেজিত হয়ে সেলিব্রেট করছেন বিরাট। খুব সম্ভবত তার জেরেই রেগে যান লখনউয়ের মেন্টর গম্ভীর। ম্যাচের শেষে দেখা যায়, লখনউয়ের ওপেনার কাইল মেয়ার্সের সঙ্গে কথা বলছেন বিরাট। তখনই মেয়ার্সকে সেখান থেকে সরিয়ে দেন গম্ভীর। তারপরেই বিরাটের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় লখনউয়ের আফগান পেসার নবীন উল হকের। যদিও সেই সময়ে তাঁদের থামিয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েল।

তারপরেই দেখা যায়, বিরাটের দিকে তেড়ে যাচ্ছেন গম্ভীর। তাঁকে আটকাতে চেষ্টা করেন রাহুল। তবে আবারও বিরাটকে কিছু একটা বলে তাঁর দিকে এগিয়ে যান গম্ভীর। বিরাটও পালটা কিছু বলেন লখনউ মেন্টরকে। তুমুল কথা কাটাকাটি শুরু হয় দুই তারকার। কোনও মতে দুই দলের সদস্যরা তাঁদের সরিয়ে দেন। ঘটনার ভিডিও নিমেষে ভাইরাল হয়ে যায়। ম্যাচের শেষে আইপিএলের তরফে জানানো হয়েছে, বিরাট ও গম্ভীরের ১০০ শতাংশ ম্যাচ ফি জরিমানা হয়েছে। ৫০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে নবীনেরও।

[আরও পড়ুন: জিএসটি আদায়ে নজির, রাজ্যগুলি থেকে একমাসে বিপুল আয় কেন্দ্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement