ভারত-পাকিস্তানের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করে দিলেন হরভজন সিং।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্ন দেখতে ক্ষতি কিসের! ইচ্ছা করলে হরেক রকমের স্বপ্ন দেখাই যায়। তেমনই এক স্বপ্ন দেখেছিলেন পাকিস্তানের (Pakistan) এক ক্রিকেটপ্রেমী। কিন্তু তাঁকে হরভজন সিংয়ের (Harbhajan Singh) কাছ থেকে এমন কড়া জবাব হজম করতে হবে, কে জানত! সেই পাক সমর্থককে একেবারে বুঝে নিলেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অফ স্পিনার।
আলি রাজা আলম নামক সেই পাক সমর্থক একটি টুইট করেছেন। নিজের X হ্যান্ডেলে গ্রাফিক্সের মাধ্যমে কয়েকটি ছবি তৈরি করেছেন। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) জার্সি গায়ে চাপিয়ে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে ব্যাট করছেন বাবর আজম (Babar Azam)। আর একটি ছবিতে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সি গায়ে চাপিয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। অন্য একটি ছবিতে গ্রাফিক্সের মাধ্যমে জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indias) জার্সিতে দেখানো হয়েছে।
No indian hv such dreams .. you guys plz stop dreaming 😴😂😂 wake up now https://t.co/EmraFXiIah
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 15, 2024
সেই ব্যক্তি লিখেছেন, ‘এমন মুহূর্ত দেখার স্বপ্ন দেখছেন ভারত ও পাকিস্তানের একাধিক ক্রিকেট ফ্যান।’ সেই টুইট দেখার পর চুপ থাকেননি ভাজ্জি। তিনি নিজের X হ্যান্ডেলে পালটা লিখেছেন, ‘স্বপ্ন দেখা বন্ধ করো। কোনও ভারতীয় এমন স্বপ্ন দেখে না। তাই তোমরাও এবার স্বপ্ন দেখা বন্ধ করে চোখ খুলে ফেল।’
২০০৮ সালে প্রথমবারের আইপিএলে একাধিক পাকিস্তানের ক্রিকেটার অংশ নিয়েছিলেন। সেবার চেন্নাই সুপার কিংসকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। শেন ওয়ার্নের সেই দলের জয়ের অন্যতম বড় ভূমিকা নিয়েছিলেন সোহেল তনবির, ইউনিস খান, কামরান আকমল। এছাড়া শোয়েব আখতার, মহম্মদ হাফিজ, সলমান বাট, উমর গুলদের কলকাতা নাইট রাইডার্সে খেলতে দেখা গিয়েছিল। ডেকান চার্জার্সে ছিলেন শাহিদ আফ্রিদি। দিল্লি ডেয়ারডেভিলসে ছিলেন শোয়েব মালিক, মহম্মদ আসিফরা। কিন্তু এর পর থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক চাপানউতোর এবং পাকিস্তানের তরফ থেকে সীমান্ত সন্ত্রাসের জন্য ক্রিকেট বন্ধ। আইপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের খেলা তো অনেক দূরের কথা, দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন হওয়ার প্রশ্নই আসে না। আর তাই ভাজ্জি পাক সমর্থককে স্বপ্ন দেখা বন্ধ করতে বললেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.