Advertisement
Advertisement
Virat Kohli and Anushka Sharma

অজি সফরে ব্যর্থতার পরই বৃন্দাবনে বিরাট, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাগ্য ফিরবে ‘দেশসেবক’ কোহলির?

শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের আশীর্বাদে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চেনা ফর্মে ফিরবেন কোহলি?

Virat Kohli and Anushka Sharma visit Vrindavan after Australia series disaster

বৃন্দাবনে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ছবি: সংগৃহীত।

Published by: Arpan Das
  • Posted:January 10, 2025 4:20 pm
  • Updated:January 10, 2025 5:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফিতে চূড়ান্ত দুর্দশার মুখোমুখি হয়েছেন বিরাট কোহলি। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে পুরনো ফর্ম ফিরে পেতে মরিয়া থাকবেন কোহলি। অস্ট্রেলিয়া থেকে ইতিমধ্যেই দেশে ফিরেছেন তিনি। তারপরই সস্ত্রীক চলে গেলেন বৃন্দাবনে শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের আশ্রমে। সেখানে ‘দেশসেবক’-এর আখ্যাও পেলেন কোহলি। 

অজি সফরে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে ভারত। বিরাট কোহলিও এই সিরিজ ভুলে যেতে চাইবেন। পারথে একটি সেঞ্চুরি ছাড়া ফর্ম বলার মতো নয়। আটবার অফ স্টাম্পের বাইরে খোঁচা দিয়ে ফিরেছেন। ২৩.৭৫ গড়ে করেছেন ১৯০ রান। ক্রিকেটমহলের একাংশের বার্তা, টেস্ট থেকে অবসর নিন কোহলি। এমনকী তাঁকে ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শও দিচ্ছেন অনেকে।

Advertisement

আপাতত লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। সেখানে যদি পুরনো ফর্ম খুঁজে না পান, তাহলে বিদায়বার্তা শুনতে পারেন। তার মধ্যেই দেশে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে চলে গেলেন বৃন্দাবন। সেখানে শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের থেকে আশীর্বাদ নেন দুজনে। তাঁদের মেয়ে ভামিকা ও ছেলে অকায় সঙ্গে থাকলেও দুজনের ছবি প্রকাশ্যে আনা হয়নি।

কোহলির বৃন্দাবন যাওয়ার সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। তারকা দম্পতি কিছু প্রশ্নও করেন। তাঁদের আশীর্বাদ দেওয়ার পাশপাশি বিরাট-অনুষ্কার ভক্তিভাবের প্রশংসাও করেন শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণ জি মহারাজ। তিনি বলেন, “বিরাট কোহলি পুরো ভারতকে আনন্দ দেয়। যদি ও বিজয়ী হয়, পুরো ভারত উৎসব পালন করে। ওর সঙ্গে পুরো ভারত জুড়ে আছে। ঈশ্বর ওকে খেলার মাধ্যমে ‘সেবা’ করার দায়িত্ব দিয়েছে।”

এর আগেও একাধিকবার তীর্থ দর্শনে গিয়েছিলেন দুজনে। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। শয়ে শয়ে ভক্তদের সঙ্গে মেঝেয় বসেই প্রার্থনা করেছিলেন তাঁরা। কখনও-বা কীর্তন শুনতে দেখা গিয়েছে তাঁদের। এবার দেখার কোহলির ফর্ম ফেরে কিনা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement