Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

আবারও ঈশ্বরভক্তি! লন্ডনে কীর্তন শুনতে গেলেন বিরাট-অনুষ্কা, ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

কীর্তনের তালে মগ্ন হয়ে গেলেন বিরুষ্কা।

Virat Kohli and Anushka Sharma Spotted At The Krishna Das Kirtan Show In London | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 17, 2023 4:02 pm
  • Updated:June 17, 2023 4:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও বিরাট কোহলির দেবদ্বিজে ভক্তির ছবি প্রকাশ্যে। সঙ্গী স্ত্রী অনুষ্কা শর্মা। তবে এবার দেশে নয়, বিলেতের মাটিতে কীর্তন শোয়ে অংশ নিলেন তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

গত সপ্তাহেই লন্ডনের ওভালে বসেছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর। যেখানে অস্ট্রেলিয়ার কাছে হেরে ট্রফি হাতছাড়া হয় টিম ইন্ডিয়ার (Team India)। তবে খেলা শেষ হয়ে গেলেও লন্ডনে অন্য মেজাজে দেখা গেল সস্ত্রীক কোহলিকে। সম্প্রতি লন্ডনে কৃষ্ণ দাস কীর্তন শোয়ে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তাঁরা। যেখানে কীর্তনের তালে মগ্ন হয়ে গেলেন বিরুষ্কা। কড়তালি, নাম সংকীর্তনের মধ্যে খেলা, বিনোদন আর আধ্যাত্মিক দুনিয়া যেন মিলেমিশে একাকার হয়ে গেল। যে মুহূর্তের ভিডিও হু হু করে ভাইরাল হয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: স্ক্রুটিনিতে ড্রোন ওড়াল মনোনয়নে ‘দর্শক’ পুলিশ, এখনও থমথমে ভাঙড়]

সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023) চলাকালীন বেশ কিছু দর্শনমূলক কোটেশন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। কখনও লেখেন পরিবর্তনের একমাত্র উপায় হল স্রোতে ডুব দেওয়া, তার সঙ্গে এগিয়ে চলা। আবার কখনও পোস্ট করেন, ‘নীরবতা শক্তির উৎস।’ তবে শুধু ভারচুয়াল দুনিয়াতেই নয়, স্ত্রীর সঙ্গে একাধিকবার নানা মন্দির ও আশ্রমে দেখা গিয়েছে কোহলিকে।

দীর্ঘদিন অফ ফর্মে থাকার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারে ছন্দে ফিরেছেন কোহলি। যার আগে নিম করোলি বাবার আশ্রমে গিয়েছিলেন তিনি। নিয়েছিলেন আশীর্বাদ। আবার চলতি বছর টেস্টেও ফেরে সুদিন দেখতে পারছেন না তিনি। কখনও উত্তরাখণ্ডের আশ্রমে তো কখনও মধ্যপ্রদেশের উজ্জয়ীনি মন্দিরে পুজো দিতে দেখা যায় কোহলি (Virat Kohli) ও অনুষ্কাকে। তারপরই যেন ভাগ্যের আমূল পরিবর্তন। তাই হয়তো যত দিন যাচ্ছে, ঈশ্বরের প্রতি ভক্তি ততই বাড়ছে কোহলির। যে ঝলক চোখে পড়ল লন্ডনেও।

[আরও পড়ুন: নেই হুইলচেয়ার, জখম ছেলেকে স্কুটিতে চাপিয়েই হাসপাতালের চার তলায় বাবা, ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement