সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনে কীর্তনের সুরে মজলেন বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। গ্র্যামি নমিনেশন পাওয়া কৃষ্ণ দাসের কীর্তনের আসরে দেখা যায় দুই তারকাকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি।
বাইশ গজে সময়টা খুব একটা ভাল যাচ্ছে না বিরাট কোহলির। ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরি এসেছিল ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন ক্যাপ্টেনের ব্যাট থেকে। তারপর কেটে গিয়েছে প্রায় তিন-তিনটে বছর। স্টার ক্রিকেটারের ব্যাটে যেন জং ধরে গিয়েছে। কোনও ফরম্যাটেই রান পাচ্ছেন না তিনি। লাগাতার ব্যর্থতার জেরে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে এককালের বিশ্বের সেরা ব্যাটারকে। কেন তাঁকে দল থেকে বাদ দেওয়া হচ্ছে না? এমন প্রশ্নও উঠছে।
এমন পরিস্থিতিতেই স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে কীর্তনের আসরে দেখা গেল বিরাট কোহলিকে। সাদা টি-শার্ট পরে কীর্তন শুনতে গিয়েছিলেন দু’জন। একটি ছবিতে বেশ মন দিয়ে তত্ত্বকথা শুনতে দেখা যাচ্ছে দু’জনকে। ছবি দেখে অনেকেই বলছেন, ক্রিকেটের মাঠে সময় ভাল যাচ্ছে না বলেই বোধহয় কীর্তন শুনে মন শান্ত করার চেষ্টা করছেন বিরাট।
Virat Kohli & @AnushkaSharma Attended @KrishnaDas‘ Kirtan In London.
@imVkohli • #Virushka • #ViratGang pic.twitter.com/JdbbHLMaTs
— ViratGang (@ViratGang) July 15, 2022
উল্লেখ্য, যে কৃষ্ণ দাসের আসরে বিরাট ও অনুষ্কা (Virat – Anushka) কীর্তন শুনতে গিয়েছেন তাঁর আসল নাম জেফ্রি কাগেল। কৃষ্ণ সাধনায় মন দিয়েই নাম পরিবর্তন করেছেন মার্কিন গায়ক। ১৯৯৬ সাল থেকে তাঁর প্রায় ১৭টি ভক্তিগীতি ও কীর্তনের অ্যালবাম প্রকাশিত হয়েছে। ২০১২ সালে প্রকাশিত ‘আনন্দ’ নামের অ্যালবাম। ২০১৩ সালের গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল সেই অ্যালবামটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.