Advertisement
Advertisement

Breaking News

এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ

জল্পনার অবসান, এশিয়া বনাম বিশ্ব একাদশ ম্যাচের দল ঘোষণা করল বিসিবি

এশিয়া একাদশে খেলবেন ৬ ভারতীয়।

Virat Kohli Among Six Indian Players Named In Asia XI
Published by: Subhajit Mandal
  • Posted:February 26, 2020 10:35 am
  • Updated:February 26, 2020 12:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটোৎসবে বিরাট উপস্থিতি। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আগামী ১৮ এবং ২১ মার্চ দুটো প্রদর্শনী টি-টোয়েন্টি ম‌্যাচের আয়োজন করা হচ্ছে বাংলাদেশের শের-ই-বাংলা স্টেডিয়ামে। যে ম‌্যাচের দুই প্রতিপক্ষ এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ। মঙ্গলবার বিসিবি-র তরফ থেকে দুটো দলের সদস্যদের নাম ঘোষণা করা হল।

[আরও পড়ুন: মোদির জন্যই ভারত-পাক সম্পর্কের অবনতি, বিস্ফোরক অভিযোগ আফ্রিদির]

এশিয়া একাদশে রাখা হল বিরাট কোহলিকে। কোহলি আসছেন সেটা বাংলাদেশ জানালেও ভারতীয় বোর্ডের সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছে বিসিবি। তিনি অধিনায়কত্ব করবেন কিনা, সেটাও স্পষ্ট নয়। শুধু কোহলি নন। এশিয়া একাদশে ভারতীয়দের মধ‌্যে রয়েছেন লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, কুলদীপ যাদব ও মহম্মদ সামি। আবার বিশ্ব একাদশের অধিনায়কত্ব করবেন ফ্যাফ ডু’প্লেসি (Faf du Plessis)। যে দলে রয়েছে ক্রিস গেইল, কায়রন পোলার্ড, নিকোলাস পুরান, অ‌্যালেক্স হেলসের মতো তারকার নাম।

Virat
এশিয়া একাদশের সম্ভাব্য দলে থাকছেন, বিরাট কোহলি (Virat Kohli ), লোকেশ রাহুল, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, শিখর ধাওয়ান, তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, রশিদ খান, মুস্তাফিজুর রহমান, সন্দীপ লামিচানে, লাসিথ মালিঙ্গা, মুজিব-উর-রহমান। বিশ্ব একাদশের সম্ভাব্য দলে থাকছেন, অ্যালেক্স হেলস, ফ্যাফ ডু প্লেসি, নিকোলাস পুরান, রস টেলর, জনি বেয়ারস্টো, কাইরন পোলার্ড, আদিল রশিদ, শেলডন কটরেল, লুঙ্গি এনগিডি, অ্যান্ড্রু টাই, মিচেল ম্যাকক্লানাঘান।

[আরও পড়ুন: শীঘ্রই বড়পর্দায় দাদার বায়োপিক? সৌরভের সঙ্গে করণের সাক্ষাৎ ঘিরে জল্পনা]

Faf du Plessis
দুটো ম‌্যাচের জন‌্যই কোহলিকে চেয়েছিলেন আয়োজকরা। তবে ভারতের ঠাসা সূচির জন‌্য সেটা সম্ভব হয়ে উঠবে না। কারণ প্রথম প্রদর্শনী ম‌্যাচের দিনই ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে খেলবে ভারত। ফলে এশিয়া একাদশের হয়ে একটা ম‌্যাচেই মাঠে নামতে পারেন কোহলি। আপাতত সমর্থকদের নজর সেই ম্যাচের দিকেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement