Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

‘বদমেজাজি হয়ে গিয়েছিলাম, অনুষ্কার সঙ্গে ঠিক করিনি’, বিস্ফোরক স্বীকারোক্তি কোহলির!

গোপন কথা ফাঁস করলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Virat Kohli admits he was unfair, cranky with wife Anushka Sharma | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:January 13, 2023 7:39 pm
  • Updated:January 13, 2023 7:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লুকিয়ে রাখতে পারেননি নিজের দুর্বলতা। অনেকটা অসংযত ভাবেই অনুষ্কা শর্মার উপর নিজের হতাশা প্রকাশ করেছিলেন। হয়ে উঠেছিলেন বদমেজাজি। এক সাক্ষাৎকারে অকপটে সে কথা স্বীকার করে নিলেন বিরাট কোহলি!

বিসিসিআই টিভিতে সতীর্থ সূর্যকুমার যাদবকে দেওয়া কোহলির (Virat Kohli) সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়তে রীতিমতো হইচই পড়ে যায়। প্রাক্তন ভারত অধিনায়ক জানান, ২০২০-২১ সালে যখন খারাপ ফর্ম চলছিল তাঁর, তখনই বদমেজাজি হয়ে উঠেছিলেন তিনি। অর্থাৎ খেলার মাঠে খারাপ পারফরম্যান্সের প্রভাব পড়ে কোহলির ব্যক্তিগত জীবনেও। এখনও পর্যন্ত সে সব কথা গোপন রাখলেও অবশেষে তা ফাঁস করলেন বিরাট নিজেই। তিনি বলেন, “স্বীকার করতে চাইতাম না যে হতাশাটা বেড়েই চলেছে। ভীষণ বদমেজাজি হয়ে গিয়েছিলাম। দ্রুত মাথা গরম হয়ে যেত। অনুষ্কার সঙ্গেও ভাল ব্যবহার করিনি। যারা আমাকে সমর্থন করত, আমার আপনজনদের সঙ্গেও ঠিক করিনি। সুতরাং এসবের দায় আমি নিজের কাঁধেই নিচ্ছি।”

Advertisement

[আরও পড়ুন: ‘বেশিরভাগ কত্থক শিল্পীর মতো নিজেই নিজের গায়ে প্রস্রাব করেছিলেন বৃদ্ধা’, বিস্ফোরক অভিযুক্ত!]

জীবনের চড়াই-উতরাইয়ে সবসময় অনুষ্কাকে (Anushka Sharma) পাশে পেয়েছেন। তীব্র সমালোচনা থেকে বিতর্ক, কঠিন পরিস্থিতিতেও কোহলির হাত ছাড়েননি তিনি। যে জন্য অনুষ্কাকেও পড়তে হয়েছে নানা কটাক্ষের মুখে। কিন্তু সেসবকে উপেক্ষা করে স্বামীর পাশে দাঁড়িয়েছেন। নিজেই বহুবার প্রকাশ্যে এ কথা বলতে শোনা গিয়েছে কোহলিকে। কিন্তু হতাশা তাঁকে এতটাই গ্রাস করেছিল যে তিনি স্ত্রী অনুষ্কার উপরও মেজাজ দেখিয়েছিলেন, এ কথা প্রথমবার স্বীকার করলেন কোহলি।

তবে পরিস্থিতি বদলে গিয়েছে। ফের চেনা ছন্দে কোহলি। তিন বছরের খরা কাটিয়ে ওয়ানডে-তে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম ম্যাচেও শতরান করে শচীন তেণ্ডুলকরকে স্পর্শ করেছেন তিনি। তবে ওই কঠিন দিনগুলিই তাঁকে ঘুরে দাঁড়ানোর তাগিদ দিয়েছে, অনেক শিক্ষা পেয়েছেন। এমনটাই দাবি কোহলির।

[আরও পড়ুন: ‘সুষ্ঠু ভোট না হলে রক্তগঙ্গা বইয়ে দেব’, পঞ্চায়েত নির্বাচন নিয়ে হুমকি বিজেপি বিধায়কের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement