সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দোরের পিচে প্রথম দিনই অস্ট্রেলিয়ার (Australia) স্পিনাররা ভেলকি দেখিয়েছেন। ভারতের (India) প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছে ১০৯ রানে। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান চার উইকেটে ১৫৬। অজিরা এগিয়ে রয়েছে ৪৭ রানে।
ইন্দোরের পিচ বিতর্ক তৈরি করতে পারে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন ধারাভাষ্য দেওয়ার সময়ে ইন্দোরের পিচ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। জানিয়েছেন, পৃথিবীর কোনও প্রান্তে দিনের ষষ্ঠ ওভারে স্পিনারের হাতে বল তুলে দিতে হয় না। রবি শাস্ত্রী তাঁকে জানিয়েছেন, ঘরের মাঠের সুবিধা নিচ্ছে ভারত। তবে পিচ একটু বাড়াবাড়িই করছে বলে জানিয়েছেন রবি শাস্ত্রী।
ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর অবশ্য জানিয়েছেন, ভারতীয় টিম ম্যানেজমেন্টও আশা করেনি এতটা টার্ন। রাঠোর বলছেন, ”টার্নিং উইকেটে আমরা খেলতে পছন্দ করি। এটাই আমাদের শক্তির জায়গা। প্রথম দু’টি টেস্টের উইকেট ভালই ছিল। এটা অনেকটাই শুকনো। কিউরেটরদের দোষ দিয়ে লাভ নেই। পিচ ভাল করে তৈরি করার সময় পাননি কিউরেটররা। রনজির মরশুম সদ্য শেষ হয়েছে। ম্যাচের কেন্দ্র অনেক দেরিতে পরিবর্তন করা হয়েছে। আমার মনে হয় পিচ তৈরি করার উপযুক্ত সময় পাননি কিউরেটররা।”
তৃতীয় টেস্টের কেন্দ্র ছিল ধরমশালা। কিন্তু সেখান থেকে ম্যাচের কেন্দ্র বদলায়। বিসিসিআই তৃতীয় টেস্ট দেয় ইন্দোরে। রাঠোর আরও বলেন, ”এই ধরনের উইকেটে ব্যাট করা রীতিমতো চ্যালেঞ্জিং। আমরা যতটা প্রত্যাশা করেছিলাম তার থেকেও বেশি চ্যালেঞ্জিং এই উইকেট। এটা ঠিক আমরা আরও বেশি রান করতেই পারতাম। তবে এটুকু বলতে পারি কেউ হতশ্রী শট খেলে আউট হয়নি। ব্যাটিং ইউনিট হিসেবে আজকের দিনটা আমাদের ভাল যায়নি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.