সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমিত ওভারের ক্রিকেটে তাঁর পারফরম্যান্স নিয়ে কোনও কথা হবে না। চলতি বছর বিশ্বকাপে সিরিজের সর্বোচ্চ রানের মালিক হওয়াই তাঁর ফর্মের আদর্শ দৃষ্টান্ত। কিন্তু তাঁর টেস্ট কেরিয়ার কি শেষের মুখে? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যেভাবে মাথাচারা দিয়ে উঠে এলেন হনুমা বিহারী, তাতে সিঁদুরে মেঘ দেখছে ক্রিকেট মহলের একাংশ।
টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের প্রথম একাদশ নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। উইকেটের পিছনে কে দাঁড়াবেন? ঋষভ পন্থ নাকি ঋদ্ধিমান সাহা, এনিয়ে বিস্তর জলঘোলা চলছিল। কিন্তু রোহিতকে যে বিরাট কোহলি প্রথম একাদশে রাখবেন না, এমনটা অনেকেরই ভাবনার বাইরে ছিল। রোহিতকে বসিয়ে বিহারীকে নেওয়ায় ক্যাপ্টেন কোহলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু অধিনায়কের মর্যাদা রেখে দুই টেস্টেই নজর কাড়েন বিহারী। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৩ রান করেন। আবার দ্বিতীয় টেস্টের শুরুতেই সেঞ্চুরি হাঁকান। তাঁর এই উত্থানই যেন রোহিতের প্রথম এগারোয় ফেরার রাস্তা আরও সংকীর্ণ করে দিল।
Rohit and Vihari trying to secure their place in test team. pic.twitter.com/3GkyyW9hFB
— Kourageous ✨🇮🇳 (@AN_EVILSOUL) September 2, 2019
With another fifty from Vihari, I hope this is the end of Rohit’s test career. Even if Vihari fails, India has enough options coming through in domestic. #indvwi
— Samrat (@sam91notout) September 2, 2019
বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে অন্তর্দ্বন্দ্ব এখন আর ঢাকা চাপা নেই। কোহলিকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করেন না রোহিত। তাছাড়া টিম ম্যানেজমেন্টে রোহিত থেকেও যে নেই, বিশ্বকাপ চলাকালীন সে বিষয়টিও স্পষ্ট হয়ে গিয়েছিল। মুখ ফসকে সহ-অধিনায়ক রোহিত বলে ফেলেছিলেন, দলে চার নম্বরে কে খেলবে, তা টিম ম্যানেজমেন্টই ঠিক করবে। এমন পরিস্থিতিতে বিহারীর ভাল পারফরম্যান্স আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কারণ তিনি ভাল খেললে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। টুইটারেও এসব নিয়েই শুরু হয়েছে আলোচনা। অনেকেই মনে করছেন, বিহারীই হয়তো রোহিতের টেস্ট কেরিয়ারের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন। অনেকে আবার বলছেন, খরগোস ও কচ্ছপের দৌড়ের মতোই রোহিতকে ছাপিয়ে ধীরে অথচ দৃঢ় পদক্ষেপেই বাজিমাত করলেন বিহারী। তবে এখনই এসব নিয়ে ভাবছেন না রোহিত। দলের টেস্ট সিরিজ জয়ে তিনি উচ্ছ্বসিত। জামাইকায় যেভাবে তিনি দুই জামাইকান ফ্যানের সঙ্গে সময় কাটালেন, তাতে বেশ চনমনে মেজাজেই দেখাল তাঁকে।
Vihari scores a century
— Bindaas Khiladi (@BindaasKhiladi) August 31, 2019
Rohit sharma right now #INDvWI pic.twitter.com/1oAogsZHZv
Fifty for Hanuma Vihari. Final nail in the coffin of Rohit Sharma’s test career? He’s even a competition to Hardik Pandya now. Well played young man!
— Hrithik (@hrithik_says) September 1, 2019
This is awesome from @ImRo45 when he randomly pulled out two of his loyal fans from the crowd in Jamaica🕺🕺 #TeamIndia 😁👌👌 pic.twitter.com/PqRV1xtjgH
— BCCI (@BCCI) September 2, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.