Advertisement
Advertisement

Breaking News

Shreyas Iyer

রাজস্থানের বিরুদ্ধে হারের দিনই প্রকাশ্যে কেকেআরের কোচ-অধিনায়কের দ্বন্দ্ব! ভাইরাল ভিডিও

হারের হ্যাটট্রিকের পর কী বলছেন নাইটদের কর্ণধার শাহরুখ খান?

Video of Shreyas Iyer arguing with KKR head coach Brendon McCullum goes viral | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 19, 2022 12:10 pm
  • Updated:April 19, 2022 12:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭ ম্যাচে জয় মোটে ৩টি। হারের খাতায় চার। রাজস্থানের বিরুদ্ধে মাত্র ৭ রানের ব্যবধানে হারের পর কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্লে-অফে যাওয়ার রাস্তা রীতিমতো কঠিন হয়ে দাঁড়াল। টিম হারতে শুরু করলেই অবধারিতভাবে ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে নানারকম জল্পনা-গুঞ্জন শুরু হয়ে যায়। ব্যতিক্রম হচ্ছে না নাইটদের ক্ষেত্রেও। শোনা যাচ্ছে, হারের হ্যাটট্রিকের ফলে নাইট সংসার রীতিমতো অশান্ত। সেই অশান্তির নমুনা দেখা গিয়েছে সোমবারের খেলা চলাকালীনই।

সোমবার কেকেআর (KKR) ইনিংসের ১৭তম ওভারে প্রকাশ্যেই কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং দলের থিংক ট্যাঙ্কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গেল অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। আসলে পরপর হারের জেরে বিধ্বস্ত নাইটরা সোমবারের হাই ভোল্টেজ ম্যাচে একাধিকবার বিভিন্ন ধরনের বিতর্কে জড়িয়েছেন। প্রথমে অ্যারন ফিঞ্চ আউট হওয়ার পর রাজস্থানের প্রসিদ্ধ কৃষ্ণর সঙ্গে বিবাদে জড়ান। প্রকাশ্যেই কথা কাটাকাটি করতে দেখা যায় তাঁকে। তারপর অধিনায়ক শ্রেয়স আইয়ারকে একাধিকবার মেজাজ হারাতে দেখা যায়।

Advertisement

[আরও পড়ুন: ৩ দিনে সোনিয়ার সঙ্গে দু’বার বৈঠক, কংগ্রেসকে কী পরামর্শ দিচ্ছেন প্রশান্ত কিশোর?]

কেকেআরের ইনিংসের ১৬ নম্বর ওভারের শেষ বলে নিশ্চিত দু’রান না নেওয়ায় ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) প্রকাশ্যেই বকাবকি শুরু করে দেন শ্রেয়স। তারপর যুজবেন্দ্র চাহালের ১৭তম ওভারের প্রথম বলেই আউট হয়ে যান ভেঙ্কটেশ। ওই ওভারেই আউট হন শ্রেয়স নিজে। আউট হয়ে টিমের ডাগ-আউটে গিয়েই প্রকাশ্যে কোচ ম্যাককালাম (Brendon McCullum) এবং টিম ম্যানেজমেন্টের প্রতি ক্ষোভ উগরে দিতে দেখা যায় নাইট অধিনায়ককে। সেই ভিডিও-ও ভাইরাল হয়ে গিয়েছে। যদিও ঠিক কেন এত রেগে গিয়েছিলেন ৫১ বলে ৮৫ রানের অনবদ্য ইনিংস খেলা নাইট অধিনায়ক, তা স্পষ্ট নয়। তবে, মনে করা হচ্ছে টিম ম্যানেজমেন্ট এদিন যে ব্যাটিং-অর্ডার সাজিয়েছিল তাতেই আপত্তি ছিল শ্রেয়সের। কেন রাজস্থানের বিরুদ্ধে প্যাট কামিন্সের আগে শেলডন জ্যাকসন এবং শিবম মাভিকে (Shivam Mavi) ব্যাট করতে পাঠানো হল, সেটা নিয়েই সম্ভবত আপত্তি জানিয়েছিলেন নাইট অধিনায়ক। কারণ যাই হোক, শ্রেয়স যেভাবে প্রকাশ্যে কোচ এবং টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন, সেটা টিমের জন্য ভাল বিজ্ঞাপন নয়।

[আরও পড়ুন: বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ, অ্যামওয়ের ৭৫৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED]

এদিকে লাগাতার হারে বিধ্বস্ত নাইটদের পাশে দাঁড়িয়েছেন দলের কর্ণধার শাহরুখ খান (Shah Rukh Khan)। অ্যারন ফিঞ্চ, শ্রেয়স আইয়ার, উমেশ যাদবরা যে মরিয়া চেষ্টা করেছেন, সেজন্য তাঁদের বাহবা দিয়েছেন কিং খান। শাহরুখ বলছেন, হারতে হলেও যে লড়াইটা এদিন দল করেছে, সেটাই আগামী দিনে চালিয়ে যেতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement