ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের মাঝেই আবারও শিরোনামে ভেঙ্কটেশ প্রসাদ। শনিবার ‘ক্রিকেট দুর্নীতি’ নিয়ে একটি টুইট করেও পরে তা ডিলিট করে দেন প্রাক্তন ভারতীয় পেসার। শুধু তাই নয়, সেই টুইটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করায় এক সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণও করেন তিনি। বিতর্ক চরমে পৌঁছতে টুইটে খানিকটা বদল ঘটিয়ে আবার তা পোস্ট করেন তিনি।
ঠিক কী পোস্ট করেছিলেন প্রসাদ? প্রাক্তন তারকা লিখেছিলেন, “একজন দুর্নীতি পরায়ণ, উদ্ধত ব্যক্তি একাই একটা স্বচ্ছ সংস্থার ভাবমূর্তি নষ্ট করতে পারে। যার জেরে গোটা সংস্থাতেই দুর্নীতির তকমা লাগিয়ে দেওয়া হয়। এর প্রভাব ছোট নয়, অনেক বড় ভাবেই পড়ে।” এই টুইটের পরই নেটদুনিয়ায় শুরু হয় আলোচনা। বিসিসিআই সচিব জয় শাহর দিকে কি আসলে আঙুল তুলতে চেয়েছেন প্রসাদ? এমন প্রশ্নই উঁকি দিয়েছে নেটিজেনদের মনে। কারণ সম্প্রতি এশিয়া কাপে ভারত-পাক সুপার ফোরের ম্যাচে রিজার্ভ ডে রাখা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রসাদ। সেই সিদ্ধান্তের নেপথ্যেও আসলে ছিলেন এসিসি প্রেসিডেন্ট জয় শাহ’ই।
বিতর্ক দানা বাঁধতেই শনিবার করা টুইটটি মুছে ফেলেন প্রসাদ (Venkatesh Prasad)। এরপর রবিবার সেটিকেই খানিক এডিট করে আবারও পোস্ট করেন। যা লিখেছিলেন, তার সঙ্গে তিনি যোগ করেন, “এই বিষয়টি সবক্ষেত্রেই প্রযোজ্য। রাজনীতি, খেলা, সাংবাদিকতা থেকে কর্পোরেট দুনিয়া।” স্বাভাবিক ভাবেই এডিট করে আবারও টুইট করায় নেটিজেনদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রাক্তন তারকাকে। অনেকেই জানতে চেয়েছেন তাঁর নিশানায় কি বিসিসিআই কিংবা জয় শাহ? সে কথা অবশ্য স্বীকার করেননি প্রসাদ।
There is no debate and doubt on the fact that we have messed up the lead up to the World Cup. Unreasonable delay in schedule in the first place and if that wasn’t enough changing the schedule hampering 5 matches in the process, if that wasn’t enough a completely non-transparent…
— Venkatesh Prasad (@venkateshprasad) September 9, 2023
বরং উলটে বলে দেন, “আসলে আমি টিকিট-সহ নানা বিষয় নিয়ে বিসিসিআইয়ের ব্যর্থতা তুলে ধরেছিলাম। ফলে লোকে ভেবেছে সেই পরিপ্রেক্ষিতেই আমি এই টুইটটা করেছি। সেই কারণেই ডিলিট করেছিলাম।” তবে টুইট এডিটের পরও এ নিয়ে বিতর্ক এখনও থামেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.