রাজর্ষি গঙ্গোপাধ্যায়: চেন্নাইয়ে ভারতীয় শিবিরে নেট বোলার হিসেবে ডাক পেলেন দুই কেকেআর বোলার বরুণ চক্রবর্তী এবং বৈভব অরোরা। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন বরুণ। সেই বিশ্বকাপে ভারত বিপর্যয়ের মুখোমুখি হয়। বরুণের কেরিয়ারও শেষ হয়ে যায়। তার তিন বছর পর গম্ভীর জমানায় নেট বোলার হিসেবে ভারতীয় টিমের চৌহদ্দিতে প্রবেশাধিকার পেলেন তিনি।
২০২০ সাল থেকে কেকেআরের নিয়মিত সদস্য বরুণ। গত মরশুমে নাইটদের আইপিএল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তামিলনাড়ুর এই স্পিনার। ১৫ ম্যাচে নিয়েছিলেন ২১টা উইকেট। ২০২১ সালে অভিষেক হয় তাঁর। ডাক পেয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও। কিন্তু তার পর আর জাতীয় দলে ফিরতে পারেননি। অন্যদিকে আইপিএলের জগতে নতুন তারকা হিসেবে উঠে এসেছেন বৈভব। ১০ ম্যাচে নিয়েছেন ১১টি উইকেট। আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুজনেই দুরন্ত বোলিং করেছিলেন।
সামনেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ চেন্নাইয়ে। কানপুরে দ্বিতীয় টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও আছে। তার আগে চেন্নাইতে প্রস্তুতি শিবির শুরু হয়ে গিয়েছে ভারতীয় দলের। কোচ হিসেবে গৌতম গম্ভীরের এটাই প্রথম টেস্ট সিরিজে পরীক্ষা। আইপিএলে কেকেআরকে মেন্টর হিসেবে চ্যাম্পিয়ন করার পর ভারতীয় দলের দায়িত্ব পান তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে নতুন পরীক্ষায় নামছেন। সেখানে নেট বোলার হিসেবে ডাক পেলেন দুই কেকেআর ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও বৈভব অরোরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.