ফের শিরোনামে খোয়াজা। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছিলেন। বিশেষ বার্তা বহনকারী জুতো পরে খেলতে নামার পরিকল্পনা ছিল। কিন্তু আইসিসি-র জন্য শেষ পর্যন্ত তা আর হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিষেধাজ্ঞার জন্য শেষ পর্যন্ত বার্তা সম্বলিত সেই জুতো পরে নামেননি উসমান খোয়াজা (Usman Khawaja)।
পরের দিন কালো ব্যান্ড পরে খেলতে নেমেছিলেন অজি ব্যাটার। ওয়াকিবহাল মহল মনে করছে, আইসিসি-র সিদ্ধান্তের বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়েছেন খোয়াজা। বক্সিং ডে-তে শুরু হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া (Pakistan vs Australia) দ্বিতীয় টেস্ট ম্যাচ। সেই টেস্টের প্রথম দিন জুতোয় দুই মেয়ের নাম লিখে খেলতে নেমেছেন।
এও একধরনের প্রতিবাদ। অজি তারকা উসমান খোয়াজা চেয়েছিলেন, সাদা পায়রার ছবি সম্বলিত জুতো পরে খেলবেন। কিন্তু তা নাকচ হয়ে যায়। জুতোয় আইশা এবং আয়লা-দুই মেয়ের নাম লিখে খেলতে নামেন খোয়াজা।
অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার আগে বলেছিলেন, প্রতি মুহূর্তে ওখানে কত নিরপরাধ শিশু মারা যাচ্ছে। আমার দুই মেয়ে যদি এই সময়ে ওখানে থাকত, তাহলে কী যে হত! সরাসরি না হলেও ঘুরিয়ে প্রতিবাদই জানালেন খোয়াজা।
Usman Khawaja has the names of his children on his shoes today #AUSvPAK pic.twitter.com/g7Aadc2g18
— cricket.com.au (@cricketcomau) December 26, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.