Advertisement
Advertisement
Usman Khawaja

পারথে মুখোমুখি পাকিস্তান-অস্ট্রেলিয়া,প্যালেস্টাইনকে সমর্থন জানিয়ে বিতর্কে খোয়াজা

খোয়াজাকে কি নিষিদ্ধ করা হবে?

Usman Khawaja creates controversy by supporting Palestine ahead of Pakistan vs Australia first test । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 13, 2023 1:09 pm
  • Updated:December 13, 2023 6:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান-অস্ট্রেলিয়া (Pakistan vs Australia) প্রথম টেস্টের বল গড়াবে পারথে। সেই টেস্টের আগে রীতিমতো বিপাকে অজি তারকা উসমান খোয়াজা (Usman Khawaja)। প্যালেস্টাইনের প্রতি সমর্থন জানিয়েছিলেন তিনি। তাঁর জুতোয় লেখা ছিল ”স্বাধীনতা আসলে মানবাধিকার। প্রতিটি জীবনের মূল্য সমান।”
উসমান খোয়াজা স্থির করেছিলেন এমন বার্তা সম্বলিত জুতো পরেই প্রথম টেস্টে খেলতে নামবেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে জানা যায়, খোয়াজা আর এহেন বার্তা সম্বলিত জুতো পরে খেলতে নামবেন না। সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন স্বয়ং অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। 

[আরও পড়ুন: রোহিত-কোহলিদের থেকেও বেশি উন্নতি করেছেন হরমনপ্রীত-স্মৃতিরা, কেন এমন দাবি সৌরভের?]

তিনি বলেছেন, ”আমাদের দলের প্রত্যেকের নিজস্ব মতামত ও চিন্তাভাবনা আছে। এটাই আমাদের শক্তিশালী দিক। আমার সঙ্গে উজির (খোয়াজা) দীর্ঘক্ষণ কথা হয়েছে। আমার মনে হয় না, বিষয়টাকে খুব বড় করে দেখানোর ইচ্ছা ছিল ওর। তবে আমরা ওর পাশে রয়েছি। উসমান জানিয়েছে, ও আর এমন বার্তাবহ জুতো পরে খেলতে নামবে না।”
আইসিসির নিয়মানুযায়ী, অনুমতি ছাড়া ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালরা পোশাকে এবং ক্রিকেট সরঞ্জামে রাজনৈতিক কোনও বার্তা ব্যবহার করতে পারবেন না। অতীতে প্যালেস্টাইনের পাশে থাকার বার্তা দিয়ে নিষিদ্ধ ঘোষিত হয়েছিলেন মইন আলি। একই ভাবে নিষিদ্ধ হতে পারতেন খোয়াজাও। কিন্তু প্যালেস্টাইনের প্রতি বার্তা সম্বলিত জুতো পরে আর খেলতে নামছেন না অজি তারকা খোয়াজা।  
এদিকে পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচের বল গড়ায়নি। তার আগেই কিন্তু পরিস্থিতি বেশ জমে উঠেছে। আইসিসি ও খোয়াজার মধ্যে ‘যুদ্ধ’ অব্যাহত।

Advertisement

এক ভিডিও বার্তায় খোয়াজা বলেছেন, ”আমার প্রশ্ন, স্বাধীনতা সবার জন্য নয়? প্রত্যেকটা জীবন সমান নয়? জুতোয় যেটা লিখেছি, তা মোটেও রাজনৈতিক নয়। আমি কোনও পক্ষ গ্রহণ করিনি। আমার কাছে প্রত্যেকটি মানুষের জীবনই সমান। একজন ইহুদি, একজন মুসলিম, একজন হিন্দু — প্রত্যেকের জীবন আমার কাছে সমান। আমি তাঁদের হয়েই বলেছি, যাঁদের কথা বলার অধিকারই নেই। হাজার হাজার নিরপরাধ শিশু মারা যাচ্ছে। ওই জায়গায় আমি আমার দুটি মেয়েকে কল্পনা করি। ওরা যদি ওখানে থাকত, তাহলে কী হতো?”

 

[আরও পড়ুন: রিঙ্কুর ‘তাণ্ডবে’ ভাঙল মাঠের প্রেসবক্সের কাচ! তবু ভারতের হারে দল বাছাই নিয়ে উঠছে প্রশ্ন]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement