এই সেই বিতর্কিত ক্রিকেটার। উসমান খান। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হয়ে খেলতে দেখা যাবে উসমান খানকে (Usman Khan)। গত সপ্তাহে আমিরশাহি ক্রিকেট বোর্ড (ECB) তাঁকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করেছে। সেই উসমান খানকে আসন্ন পাকিস্তান-নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখা হবে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভি।
পাক সেনাবাহিনীর সঙ্গে সম্প্রতি ২৯ জন ক্রিকেটার অনুশীলন করেছেন। নকভিরই পরামর্শ ছিল পাক ক্রিকেটারদের ফিটনেস ভালো নয়। ভালো করে ছক্কা হাঁকাতে পারেন না তাঁরা। সেই কারণেই পাক সেনার সঙ্গে অনুশীলনের ব্যবস্থা করেছিলেন নকভি। সেই অনুশীলন শেষ হয়ে গিয়েছে।
প্রশ্ন উঠেছে, নির্বাসিত ক্রিকেটারের পক্ষে কি অন্য দেশের হয়ে খেলা সম্ভব হবে! কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দলঘোষণার আগে স্বয়ং নকভি জানিয়ে দিয়েছেন, পাক জার্সিতে খেলতে কোনও বাধা নেই উসমানের।
কেন উসমানকে নির্বাসনে পাঠাল এমিরেটস ক্রিকেট বোর্ড? আমিরশাহি ক্রিকেট বোর্ড বিজ্ঞপ্তিতে যা জানিয়েছে, তার অর্থ হল উসমান খান এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সঠিক তথ্য জানাননি তিনি। সংযুক্ত আরব আমিরশাহি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ”আরব আমিরশাহি ক্রিকেট বোর্ডকে সঠিক তথ্য দেয়নি উসমান। নিজেকে ভুল ভাবে উপস্থাপন করেছে ইসিবি-র সামনে। আমিরশাহি ক্রিকেট বোর্ডের কাছ থেকে যাবতীয় সুযোগ সুবিধা নিয়েছে উসমান। আমিরশাহি ক্রিকেট বোর্ডের হয়ে খেলার ইচ্ছা ওর কোনওদিনও ছিল না। এখন অন্য দেশের হয়ে খেলার সুযোগ নিচ্ছে।”
পাক কোচের চেয়ার ফাঁকাই পড়ে রয়েছে। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার লিউক রঞ্চি এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কথা বলেছে পিসিবি। শেষ পর্যন্ত কে কোচ হন, তার উত্তর দেবে সময়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.