Advertisement
Advertisement
Usha Uthup

নাইটদের জন্য স্পেশাল গান ঊষা উত্থুপের, গম্ভীরের কামব্যাকে ট্রফি কি জিতবে? কিংবদন্তি গায়িকা বললেন…

শুনে নিন ঊষা উত্থুপের সেই বিশেষ গান।

Usha Uthup sings a special song for KKR ahead of IPL

আইপিএলের আগে নাইটদের জন্য প্রার্থনা ঊষা উত্থুপের। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:March 19, 2024 5:39 pm
  • Updated:March 19, 2024 6:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপালে ‘ক’ লেখা টিপ পরেন তিনি। কানেও ঝোলে ‘ক’ লেখা দুল। তিনি বলছেন, এই ‘ক’ আসলে কলকাতা। কলকাতা নাইট রাইডার্স (KKR)।

তিনি ঊষা উত্থুপ (Usha Uthup)। কলকাতা নাইট রাইডার্সের একনিষ্ঠ ভক্ত তিনি। ইডেন গার্ডেন্সে নাইটদের খেলা থাকলেই তাঁকে দেখা যায়। কিংবদন্তি গায়িকা হয়ে যান দলের দ্বাদশ ব্যক্তি। সেই ঊষা উত্থুপ গৌতম গম্ভীরের কলকাতায় প্রত্যাবর্তনে দারুণ খুশি। তিনি মনে করেন, গম্ভীরের প্রত্যাবর্তনে লাভবান হবে কলকাতা নাইট রাইডার্স। সেই সঙ্গে সুরের মূর্চ্ছনা তুললেন। গাইলেন বিশেষ গান। 

Advertisement

[আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ বাতিল অস্ট্রেলিয়ার, কিন্তু কেন?]

আসন্ন আইপিএল ট্রফি এবার কেকেআর-এর শোকেসেই শোভা পাবে বলে আশাবাদী কিংবদন্তি গায়িকা। গম্ভীরকে নিয়ে উচ্ছ্বসিত ঊষা উত্থুপ বলছেন, ”ওয়েলকাম ব্যাক হোম। দিস ইজ হোয়্যার ইউ বিলং। আমরা খুব খুশি যে তুমি আবার ফিরে এসেছো কেকেআর-এ। ধীর স্থির একজন মানুষ গৌতম গম্ভীর। তাঁর অভিজ্ঞতা, তাঁর কোচিং সমৃদ্ধ করবে দলকে।”

সোমবার কেকেআর আয়োজিত এক অনুষ্ঠানে কেকেআর-এর নতুন অ্যাপ লঞ্চ হয়। নতুন জার্সির উদ্বোধন হয়। প্রোমোশনাল অ্যান্থেম গান ঊষা উত্থুপ। গানের বিষয়বস্তু অনেকটা এরকম, কেকেআর-এর আদ্যন্ত ভক্ত ঊষা উত্থুপ নাইট ম্যানেজমেন্টের উপরে বিরক্ত। এর পরে তিনি ব্যাখ্যা করছেন, দলের মালিক শাহরুখ খান এবং ডিরেক্টর ভেঙ্কি মাইশোর ভক্ত-অনুরাগীদের নালিশ-অভিযোগ দূর করার জন্য নিয়ে এসেছেন নতুন অ্যাপ। সেটাই সুরে সুরে বলছেন কিংবদন্তি গায়িকা, ”ইডেন গার্ডেন্স টু ত্রিনবেগো…আবু ধাবি টু আমেরিকা…নাইট সে হামে হ্যায় পেয়ার..বাট ডোন্ট টেক দ্যাট ফর গ্র্যানটেড ইয়ার…কেকেআর কো বসেস কো ঊষা নে পুছা…তোমার নম্বর ওয়ান ফ্যান কিঁউ তুম সে রুঠা…।” নাইটদের জন্য গাওয়া এই গান সোশাল মিডিয়ায় সমাদৃত হয়েছে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kolkata Knight Riders (@kkriders)

বাইপাসের ধারে আয়োজিত অনুষ্ঠানে গৌতম গম্ভীর জানিয়েছেন, শাহরুখ খান তাঁকে বলেছেন, গড়ো বা ভাঙো, এই দল তোমারই। ‘কিং খান’ গম্ভীরকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছেন। ঠিক যেমন ক্রিকেটার হিসেবে তাঁকে স্বাধীনতা দিয়েছিলেন শাহরুখ। এবার মেন্টর হিসেবেও গৌতম গম্ভীর অবাধ স্বাধীনতা পাচ্ছেন। কী হবে তা বলবে সময়। তবে ঊষা উত্থুপ বলছেন, ”ঈশ্বর চাইছেন। এবার কেকেআর জিতবেই। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস হলে চলবে না। আশা রাখি কেকেআর এবার আইপিএল জিতবে।” 
ক্যাপ্টেন গম্ভীর আইপিএল ট্রফি দিয়েছিলেন দলকে। মেন্টর গম্ভীরের জন্য প্রার্থনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ভক্তরা। প্রার্থনা করছেন কেকেআর-এর একনম্বর ভক্ত ঊষা উত্থুপও। 

[আরও পড়ুন: রোহিতদের চাপে রাখার ছক শুরু! কোথায় বর্ডার-গাভাসকর ট্রফির অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement