Advertisement
Advertisement

Breaking News

Rishabh Pant

‘ওর জন্য আমার শুভকামনা রইল’, পন্থের জন্য বিশেষ বার্তা উর্বশীর! দেখুন ভিডিও

ঋষভ পন্থের দুর্ঘটনার পর থেকেই তাঁকে নিয়ে চিন্তিত উর্বশী রাউতেলা।

Urvashi Rautela Sends Special Wishes to Cricketer Rishabh Pant | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 17, 2023 8:03 pm
  • Updated:February 17, 2023 8:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋষভ পন্থের দুর্ঘটনার পর থেকেই তাঁকে নিয়ে যে চিন্তিত উর্বশী রাউতেলা, তা সকলেই জেনে গিয়েছেন। কখনও সোশ্যাল মিডিয়ায় ভারতীয় উইকেটকিপারের দ্রুত আরোগ্য কামনা করেছেন, তো কখনও হাসপাতালের ছবি পোস্ট করেছেন। সেসব নিয়ে বারবার পড়তে হয়েছে ট্রোলের মুখে। কিন্তু সেসব গায়ে মাখেননি অভিনেত্রী। ‘প্রিয় মানুষটি’র সুস্থতাই যে তাঁর কাছে বেশি গুরুত্ব পায়, সেটাই বুঝিয়ে দিয়েছেন। এবারও তার ব্যতিক্রম হল না। পন্থের প্রশংসা করে তাঁর জন্য শুভকামনা জানালেন বি-টাউনের সুন্দরী।

সম্প্রতি মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন উর্বশী। পরনে লাল জেগিনস, লাল টপ ও জ্যাকেট। চোখে সানগ্লাস। বিমানবন্দরের ভিতর প্রবেশ করার সময়ই উর্বশীর দিকে প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিকরা। জানতে চান, ঋষভ পন্থ (Rishabh Pant) তো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ছবিও পোস্ট করেছেন। আপনি কী বলবেন? প্রথমে জানতে চান, কোন ছবির কথা বলা হচ্ছে। বুঝতে পারার পর এক মুহূর্ত সময় নষ্ট না করে উর্বশী বলে দেন, “ও আমাদের দেশের মূল্যবান সম্পদ।”

Advertisement

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বড় জয় আপের, দিল্লির মেয়র নির্বাচনে ভোট দিতে পারবেন না মনোনীতরা]

এরপরই পন্থের আরোগ্য কামনায় বলেন, “আমার শুভকামনাও ওর সঙ্গে আছে।” এই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তে ফের শুরু চর্চা। অনেকেই বলছেন, সত্যিই, ভালবাসা লুকিয়ে রাখা যায় না। উর্বশীও (Urvashi Rautela) পারেন না।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভোররাতে হাইওয়েতে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন পন্থ। জ্বলে যাওয়া গাড়ি থেকে বেরিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন। প্রথমে দেরাদুন ও পরে মুম্বইয়ের হাসপাতালে অস্ত্রোপচার হয় ভারতীয় উইকেটকিপারের। এখনও মুম্বইয়ের হাসপাতালেই ভরতি তিনি। দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই একাধিক ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন উর্বশী। অনেকে পরামর্শ দিয়েছিলেন, ‘একবার নাহয়, পন্থের সঙ্গে দেখা করে আসুন।’ তবে তেমন কিছু হয়নি। সম্প্রতি আবার নিজের ছবি পোস্ট করে পন্থ জানিয়েছিলেন, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। ছবিতে দেখা গিয়েছিল, ক্রাচে ভর দিয়ে হাঁটছেন তিনি। হাতে ও পায়ে ব্যান্ডেজ। ডান পা ফোলা। উর্বশীর চান, দ্রুত সুস্থ হয়ে খেলায় ফিরুন পন্থ।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rishabh Pant (@rishabpant)

[আরও পড়ুন: ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল, দেখে নিন কেকেআরের সূচি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement