Advertisement
Advertisement
Umran Malik

‘দেড়শোয় শুরু করে ঠিকই, কিন্তু গতি কমে যায় পরে’, উমরানকে খোঁচা পাক ক্রিকেটারের

হ্যারিস রউফের মতো ধারাবাহিকতা নেই উমরানের, মত পাক ক্রিকেটারের।

Umran Malik's speed drops from 150 to 138, says Pak cricketer Aaqib Javed | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:January 24, 2023 11:41 am
  • Updated:January 24, 2023 11:41 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগুনে গতিতে বল করে গোটা ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছিলেন। জাতীয় দলেও নিয়মিত দেখা যাচ্ছে, এমনকি আসন্ন বিশ্বকাপের নীল নকশাতেও রয়েছেন। সেই উমরান মালিকের (Umran Malik) যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন পাক পেসার আকিব জাভেদ। তাঁর মতে, হ্যারিস রউফের মতো ফিটনেসের ধারে কাছেও নেই উমরান। তাই ম্যাচের শুরুতে ১৫০ কিমি গতিতে বল করলেও শেষের দিকে বলের গতি কমে যাচ্ছে। শুধু তাই নয়, জাভেদের (Aaqib Javed) মতে, হ্যারিস রউফের সঙ্গে উমরানের তুলনা করার অর্থ বিরাট কোহলির সঙ্গে অন্য ব্যাটারদের তুলনা করা। প্রসঙ্গত, সোমবারেই আইসিসির সেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন পাক পেসার হ্যারিস রউফ (Haris Rauf)।

ভারত-পাকিস্তানের দুই পেসারের মধ্যে কে সেরা, তা নিয়ে একটি অনুষ্ঠানে প্রশ্ন করা হয় আকিব জাভেদকে। সেখানেই তিনি বলেন, “হ্যারিস রউফের মতো ট্রেনিং বা ফিটনেস, কোনওটাই নেই উমরানের। ওয়ানডে ক্রিকেটে দেখা যাচ্ছে, ম্যাচের প্রথম ওভারে ১৫০ কিমি গতিতে বল করছে উমরান। কিন্তু শেষের দিকে বলের গতি ১৩৮-এর ঘরে নেমে আসছে। কত দ্রুত গতিতে বল করতে পারল, সেটা গুরুত্বপূর্ণ নয়। বরং ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক গতিতে বল করতে পারাটাই আসল। সেটা হ্যারিস পারে। কারণ নিজের ডায়েট ও ফিটনেস নিয়ে ও খুব সচেতন। পাক দলের অন্যদের তুলনায় অনেক বেশি নিয়ম মেনে চলে হ্যারিস।”

Advertisement

[আরও পড়ুন: ‘নেতৃত্ব ভাগের খবর আমার জানা নেই’, সাংবাদিক সম্মেলনে বললেন কোচ দ্রাবিড়]

এখানেই না থেমে জাভেদ বলেছেন, উমরান ও হ্যারিসের তুলনা করাই যায় না। কারণ বিষয়টা বিরাট কোহলির সঙ্গে বিশ্বের বাকি ব্যাটারদের তুলনার মতো অবাস্তব হয়ে যায়। প্রসঙ্গত, গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই ১৫৯ কিলোমিটার গতিতে বল করেছিলেন পাক পেসার। তাঁর কেরিয়ারের দ্রুততম ডেলিভারি এটাই। অন্যদিকে আইপিএলে ১৫৭ কিমি গতিতে বল করেছেন উমরান। আগামী দিনে আরও দ্রুতগতির ডেলিভারি করবেন জম্মু কাশ্মীরের পেসার , এমনটাই ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের। তবে আকিবের মতে, ১৬১ কিমি বেগে একটা বল করে শোয়েবের রেকর্ড ভাঙার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হল গোটা ম্যাচে ১৫০ কিমি বেগে বল করে দলের সুবিধা করে দেওয়া।

তবে গৌতম গম্ভীরের মতো প্রাক্তন ক্রিকেটারদের মতে, বেশ কিছু রান দিয়ে ফেললেও উমরানকে নিয়ে চিন্তার কারণ নেই। নিয়মিত উইকেট পাওয়াটাই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর উমরানকে নিয়ে মুখ খোলেন অভিজ্ঞ ভারতীয় পেসার মহম্মদ শামি। তরুণ তারকাকে তাঁর পরামর্শ, গতির পাশাপাশি লাইন-লেংথ নিয়ে কিছুটা নিখুঁত হলেই বিশ্বের সমস্ত ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠবেন উমরান। একটা ম্যাচে মার খেলেও নিজের প্রতি ভরসা হারানো চলবে না, মত শামির।

[আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি কর্তব্য পথের শ্রমিকরা, আমন্ত্রণ সেন্ট্রাল ভিস্তার কর্মীদেরও]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement