সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোয়েব আখতারের (Shoaib Akhtar) দ্রুততম ডেলিভারির রেকর্ড ভেঙে দেবেন উমরান মালিক (Umran Malik)। ভারতের হয়ে খেলা জম্মু-কাশ্মীরের পারভেজ রসুল (Parvez Rasool) এমন ভবিষ্যদ্বাণীই করেছেন। এবারের আইপিএলে বল হাতে প্রতি ম্যাচেই আগুন জ্বালাচ্ছেন উমরান। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঘণ্টায় ১৫৭ কিমি বেগে বল করেছেন।
আর এই গনগনে আগুনে বোলিংয়ের পরে পারভেজ রসুল মনে করছেন শোয়েবের দ্রুততম ডেলিভারির রেকর্ড একদিন ছুঁয়ে ফেলবেন উমরান মালিক।
২০০৩ সালের বিশ্বকাপে শোয়েব আখতার দ্রুততম ডেলিভারিটি করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ঘণ্টায় ১৬১.৩ কিমি বেগে বল করেছিলেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’। শোয়েব আখতার ছিলেন প্রতিপক্ষ ব্যাটারদের ত্রাস। তাঁর দ্রুত গতির ডেলিভারির মোকাবিলা করা কঠিন হয়ে পড়ত ব্যাটারদের কাছে। ইডেন টেস্টে সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের স্টাম্প ছিটকে দিয়ে রীতমতো তাক লাগিয়ে দিয়েছিলেন এই পাক পেসার। শোয়েবের মতোই গতিশীল বোলিং করেন উমরান। যদিও এখনও তিনি জাতীয় দলের হয়ে খেলেননি। কিন্তু আইপিএলে ইতিমধ্যেই ২১টি উইকেট নিয়েছেন উমরান।
সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) এই দ্রুতগতির বোলারের এমন পারফরম্যান্সের পরেই ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, উপত্যকার এই স্পিড স্টারের জাতীয় দলে জায়গা পাওয়া উচিত। রসুল বলেছেন, ”উমরান মালিক আইপিএলে আইপিএলে যেভাবে বোলিং করছে তাতে খুব শীঘ্রই শোয়েব আখতারের দ্রুততম ডেলিভারি করার রেকর্ড ভেঙে দেবে। উমরান দুর্দান্ত এক ট্যালেন্ট। আইপিএলে বেশ ভাল খেলছে উমরান। আর এটাই ভারতীয় ক্রিকেটের জন্য ভাল দিক। তরুণ প্রতিভা উঠে আসছে এবং তারা ভাল পারফরম্যান্স তুলে ধরছে।”
যাঁর রেকর্ড ভাঙার কথা বলা হচ্ছে, সেই শোয়েব আখতারও কিন্তু প্রশংসা করেছেন উমরানের। এবারের আইপিএল পরিচিতি দিয়ে গেল উমরান মালিককে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.