সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত কয়েক বছরে ফর্মের ধারে কাছে নেই পাক ক্রিকেটার উমর আকমল। কখনও পাক বোর্ডের সঙ্গে মনোমালিন্য তো কখনও কোচ মিকি আর্থারের সঙ্গে বচসার কারণে মাঝে মধ্যেই সংবাদের শিরোনামে উঠে আসেন তিনি। বাইশ গজে তো ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছেনই, এবার মাঠের বাইরেও যা করলেন, তাতে নেটিজেনদের হাসির খোরাক হতে হল পাক ব্যাটসম্যানকে।
দেশের জার্সি গায়ে ১৬টি টেস্ট, ১১৬ টি ওয়ানডে এবং ৮২টি টি-টোয়েন্টি খেলেছেন। এককালের মারকাটারি ডানহাতি ব্যাটসম্যান লাগাতার খারাপ ফর্মের জন্য চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে সুযোগই পাননি। যদিও ফিটনেস ও ফর্ম নিয়ে যে তিনি বেশ চিন্তিত ও দলে ফেরার জন্য পরিশ্রম করে চলেছেন, তা মাঝেমধ্যেই সোশ্যাল সাইটে বলে থাকেন। তবে এবার ক্রিকেটের জন্য নয়, নেহাত একটি ছবি পোস্ট করে নেটিজেনদের ঠাট্টার পাত্রে পরিণত হলেন তিনি। ব্যাপারটা কী? আসলে কুরবানি ইদ উপলক্ষে গরুর সঙ্গে নিজের একটি ছবি তুলে শনিবার পোস্ট করেন উমর। পরনে উজ্জ্বল গোলাপি রঙের কুর্তা। নিচে লেখা ‘কুরবানির জন্য।’ আর তারপর থেকেই সেই ছবি নিয়ে শুরু হয়েছে হাসি-মশকরা।
About last night.. #Qurbani pic.twitter.com/IiUo6qUWGs
— Umar Akmal (@Umar96Akmal) September 2, 2017
অনেকে তাঁর পোশাক নিয়ে মশকরা করে লিখেছেন, “আপনার লম্বা ট্রাউজার তো বাড়ির মেঝে পরিষ্কারের কাজ করছে।” আরেকজন অনুরোধ জানিয়েছেন, “আপনার ড্রেসিং সেন্স কোথায় গেল? দয়া করে তাকানো যায়, এমন কিছু পোশাক পরুন।” গরুর উপকারিতার সঙ্গে আকমলের ফর্মের তুলনা করতেও ছাড়েননি কেউ। লিখেছেন, “গরু আপনার থেকে বেশি কাজ করে।” আবার কারও বক্তব্য, “দেশের ভালর জন্য আপনি ক্রিকেটকে কুরবান (বিসর্জন) করে দিন।” যদিও নেটিজেনদের এসব মন্তব্যে কোনও পালটা টুইট করেননি আকমল।
Aap cricket qurban Kar dijiye. Aapki desh ka bhala ho jayega.
— Yash Agarwalla (@Yashagarwalla) September 2, 2017
Bechara bhooka ha pait to us Ka sath laga Hova ha usy chaara to dalna tha selfie leny sy pahly
— Sumera Imran (@sumeraimrandxb) September 2, 2017
A perfect example of ‘Money can’t buy you class’
— Jawaid (@jawaidsays) September 3, 2017
Bhai aisay suit to anarkali main b nai miltay ap kahan say latay ho ?
— Ali Umair Chaudhary (@Aliumairch) September 2, 2017
উল্লেখ্য, সম্প্রতি কোচ মিকি আর্থারের বিরুদ্ধে অভব্য ভাষা প্রয়োগের অভিযোগ তুলেছিলেন আকমল। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, পাক ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি না থাকায় তাঁর সঙ্গে কাজ করতে রাজি হননি আর্থার এবং বাকি সাপোর্ট স্টাফরা। বাইশ গজে চলতে থাকা লাগাতার বিতর্কের মধ্যে নেটিজেনদের কাছে হাসির খোরাক হয়ে স্বস্তিতে ইদও পালন করা হল না আকমলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.