Advertisement
Advertisement

Breaking News

UEFA Nations League

২০ বছরে সাকুল্যে দুটি জয়! জোড়া ম্যাচ জিতেই নেশনস লিগে ইতিহাস ‘নিকৃষ্টতম’ দলের

অন্যদিকে উয়েফা নেশনস লিগে ড্র রোনাল্ডোহীন পর্তুগালের। শেষ মুহূর্তে জয় পেয়েছে স্পেন।

UEFA Nations League: Lowest ranked FIFA team San Marino beats Liechtenstein
Published by: Arpan Das
  • Posted:November 19, 2024 12:27 pm
  • Updated:November 19, 2024 1:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব ফুটবলের তলানিতে থাকা দল। নিজেদের ইতিহাসে সব মিলিয়ে পেয়েছে মাত্র তিনটি জয়। যার মধ্যে দুটি এসেছে চলতি বছরেই। তাতেই নয়া রূপকথা তৈরি করল সান মারিনো। উয়েফা নেশনস লিগের (UEFA Nations League) ডি১ গ্রুপে লিচেনস্টাইনকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় ধাপে উত্তরণ ঘটল সান মারিনোর।

ফিফার বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ২১০ নম্বরে। নিজেদের প্রথম জয় পেয়েছিল ২০০৪ সালে। তার পর অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ২০ বছর। অবশেষে ১৪০ ম্যাচ পর ফের জয়ের দেখা পেয়েছিল চলতি বছরে। সেপ্টেম্বরে জিব্রাল্টারকে হারানো দিয়ে শুরু। এবার লিচেনস্টাইনকে হারিয়ে নয়া রূপকথার স্বপ্ন দেখছে সান মারিনো। গ্রুপ ডি-তে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নেশনস লিগের তৃতীয় ধাপে উঠল তারা। সেই সঙ্গে বিশ্বকাপ প্লে-অফে খেলার সুযোগও তৈরি হচ্ছে তাদের জন্য।

Advertisement

প্রথমে অবশ্য পিছিয়ে পড়েছিল তারা। সেখান থেকে তিনটি গোল করেন লোরেঞ্জো লাজারি, নিকোলা নান্নি ও আলেসান্দ্রো গোলিনুচ্চি। নিজেদের ইতিহাসে এই প্রথমবার ৩ গোল দিতে পারল সান মারিনো। পরের মরশুমে সি গ্রুপে খেলবে তারা।

নেশনস লিগের শেষের দিকের অবস্থায় পালাবদল হলেও, প্রথম সারির দলগুলির ক্ষেত্রে কোনও রদবদল হয়নি। রোনাল্ডোহীন পর্তুগাল ড্র করেছে ক্রোয়েশিয়ার সঙ্গে। পর্তুগাল আগেই কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করেছিল, এবার মদ্রিচের দেশও সেই তালিকায় নাম লেখাল। পর্তুগালকে প্রথমে এগিয়ে দিয়েছিলেন জোয়াও ফেলিক্স, সেই গোল শোধ করেন জোসকো গোয়ার্দিওল। অন্যদিকে শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের বিরুদ্ধে জয় পেল স্পেন। প্রথমে ইউরোজয়ী দলকে এগিয়ে দিয়েছিলেন ইয়েরেমি পিনো। সুইসদের হয়ে সমতা ফেরান জোয়েল মন্তেইরো। ৬৮ মিনিটে স্পেনকে ব্রায়ান গিল এগিয়ে দিলেও, ২-২ করে দেন আন্দি জেকিরি। শেষ পর্যন্ত ব্রায়ান জারাগোজা গোল করে স্পেনকে জেতান। তবে পেদ্রি পেনাল্টি না মিস করলে এত কষ্ট করতে হত না স্পেনকে। দুটি দলই কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement