Advertisement
Advertisement
U19 Asia Cup

উইকেট নিয়ে সেলিব্রেট করতে গিয়ে চোট বোলারের, মাঠ ছাড়লেন কাঁধে চেপে, ভাইরাল ভিডিও

ওই বোলারের ছিটকে যাওয়া ধাক্কা হয়ে গেল তাঁর দলের জন্যও।

U19 Asia Cup: Nepal bowler carried off the field after getting injured while celebrating a wicket

ছবি: সংগৃহীত

Published by: Subhajit Mandal
  • Posted:December 2, 2024 4:58 pm
  • Updated:December 2, 2024 4:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ কেমন সেলিব্রেশন! উইকেট নিয়ে সেলিব্রেট করতে গিয়ে শেষমেশ চোট পেয়ে গেলেন বোলার। এতটাই গুরুতর চোট যে, তাঁকে মাঠ ছাড়তে হল সতীর্থের কাঁধে চেপে। যার খেসারত দিতে হল তাঁর দলকেও। সেই অত্যধিক সেলিব্রেশনের ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

রবিবার এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে বাংলাদেশ ও নেপাল মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচেই অদ্ভুদ ওই সেলিব্রেশন করেন শ্রীলঙ্কার তরুণ বোলার যুবরাজ ক্ষত্রী। বাংলাদেশের মহম্মদ রিজান হোসেনকে আউট করার পর তিনি রীতিমতো উদভ্রান্তের মতো দৌড়তে থাকেন। সেই চক্করে তাঁর পা মচকে যায়। এমনভাবে পা মচকায় যে তিনি আর উঠে দাঁড়াতে পারেননি। শেষে সতীর্থের কাঁধে চেপে মাঠ ছাড়তে হয় তাঁকে।

Advertisement

আসলে ওই ম্যাচে যুবরাজ বল হাতে দারুন পারফর্ম করেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ১৪০ রান তুলেছিল নেপাল। জবাবে শুরুর দিকে বেশ চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। আর সেটা সম্ভব হয় যুবরাজের দারুন বোলিংয়ের জোরেই। বাংলাদেশের প্রথম পাঁচ উইকেট দ্রুত পড়ে যায়। যার মধ্যে চারটিই নেন যুবরাজ। প্রতিটি উইকেট নেওয়ার পরই আজব আজব সেলিব্রেশন করেন তিনি। সেটাই মূলত শিরোনামে।

যুবরাজ ক্ষত্রী সেলিব্রেট করতে গিয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ার প্রভাব পড়ে ম্যাচের ফলাফলেও। কারণ যুবরাজই ছিলেন নেপালের সেরা বোলার। তিনি মাঠ ছাড়ার পর আর কোনও উইকেটই তুলতে পারেনি নেপাল। ফলে ম্যাচ অনায়াসে জিতে নেয় বাংলাদেশ। ২৮.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন বাংলাদেশের তরুণরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement