Advertisement
Advertisement

Breaking News

U 19 World Cup

হিসেব কষে খেলেই উত্থান উদয়ের, যুব বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ভারত অধিনায়ক

৬ ম্যাচে ৩৮৯ রান উদয়ের।

U 19 World Cup: India under 19 Captain Uday Saharan is now talk of the town । Sangbad Pratidin

ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক উদয় সাহারন। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:February 8, 2024 12:09 pm
  • Updated:February 8, 2024 12:36 pm  

আলাপন সাহা: বিরাট কোহলির (Virat Kohli) অন্ধ ভক্ত। প্রত‌্যেকটা ইনিংস দেখেন। সে’সব অনুসরণও করেন। বিরাট যেভাবে সিঙ্গলস-ডাবলস নিয়ে স্ট্রাইক রোটেট করেন, সেটাও তাঁকে ভীষণ টানে। তিনি– ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক উদয় সাহারন (Uday Saharan)।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (U 19 World Cup) কঠিন পরিস্থিতিতে যে ইনিংস খেলে দলকে ফাইনালে তুললেন, তাঁর সর্বত্র প্রশংসা চলছে। বলাবলি চলছে, কঠিন অবস্থাতে একবারের জন‌্য প‌্যানিক বাটনে হাত না দিয়ে যেভাবে ঠাণ্ডা মাথায় ম‌্যাচটা বের করে নিয়ে গেলেন, তা এককথায় দুর্ধর্ষ।

Advertisement

 

[আরও পড়ুন: এবার বিনামূল্যেই ম্যাচের টিকিট! সমর্থকদের জন্য বিশেষ উদ্যোগ মোহনবাগানের]

তবে উদয়ের কাছে এই ব‌্যাপারটা নতুন কিছু নয়। ক্লাব ক্রিকেটের ম‌্যাচেও এমন ক‌্যালকুলেটিভ ক্রিকেট খেলেন। ছোট থেকেই তা করে আসছেন। ‘সংবাদ প্রতিদিন’-কে উদয়ের বাবা সঞ্জীব বলছিলেন, “ছোট থেকেই উদয় এরকমই। বলতে পারেন ভগবান-প্রদত্ত ব‌্যাপার আছে একটা। ক্লাব ক্রিকেটের ম‌্যাচ যখন খেলত, তখন নিজের রান নিজেই মনে রাখত। স্কোরিং হত মোবাইলে। পঞ্চাশ কিংবা একশোর পর বাইরে থেকে কাউকে বলতে হত না। নিজেই ব‌্যাট তুলত। প্রচণ্ড ক‌্যালকুলেটিভ ক্রিকেট খেলে। ঠিক যেটা সেমিফাইনালে খেলেছে। কোন বোলারের বিরুদ্ধে একটু ডিফেন্সিভ খেলতে হবে, কাকে অ‌্যাটাক করতে হবে, সেটা ভাল করে দেখে নেয়। কোন ওভার কত রান দরকার, সবকিছু হিসেব কষে রাখে আগে থেকেই। সেমিফাইনালেও ঠিক একইভাবে খেলেছে। শুরুতে চার উইকেট যাওয়ার পর একটু দেখেশুনে নিয়েছিল। পরের দিকে আবার আগ্রাসী ক্রিকেট খেলেছে।”
উদয়ের আরও একটা বড় গুণ হল অযথা ঝুঁকি নিতে পছন্দ করেন না। তাই বড় শট খেলার থেকে শর্ট রানে বেশি মন দেন। সঞ্জীব বলছিলেন, “বিরাটের প্রচণ্ড ভক্ত। এই যে সিঙ্গল আর ডাবলের কথাটা বলছিলেন না, সেটাও বিরাটকে দেখে শিখেছে। পাঞ্জাবের রাজ‌্যভিত্তিক দলে এক ক্রিকেটার প্রচণ্ড আগ্রাসী ক্রিকেট খেলত। বড় শট খেলত। সেটা দেখে উদয় একবার বলেছিল, ও নিজে ওরকম ক্রিকেট খেলতে চায়। ওকে বুঝিয়ে বলেছিলাম, সবার খেলার ধরণ একরকম নয়। বরং নিজের যেটা শক্তি সেই অনুযায়ী খেলতে হবে। উদয় সেটা বরাবর মেনে এসেছে। আশা করি ফাইনালেও দারুণ একটা ইনিংস খেলবে। আর আমরা বিশ্বকাপ জিতব।”
৬ ম্যাচে ৩৮৯ রান করে যুব বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন উদয়ই। অতীতে বিরাট-ঋষভ পন্থের মতো তারকারা উঠে এসেছেন এই প্রতিযোগিতা থেকেই। উদয়ও কি সেই পথেই যাবেন? প্রোটিয়া-ভূমে ভারত অধিনায়ক কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছেন।

[আরও পড়ুন: হাতের মুঠোয় নায়কের জার্সি, পেত্রাতোসের উপহারে আত্মহারা খুদে মোহনবাগান সমর্থক রাজঋষি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement