Advertisement
Advertisement
U-19 World Cup

U-19 World Cup: অধিনায়ক যশের সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত

একগুচ্ছ নজির গড়ল ভারতীয় যুবরা।

U-19 World Cup: India beats Australia to reach final | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 3, 2022 8:57 am
  • Updated:February 3, 2022 8:57 am  

ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল: ২৯০-৫ (যশ ধূল ১১০, শাইক রশিদ ৯৪)
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল: ১৯৪-১০ (লাচলন শ’ ৫১, কোরি মিলার ৩৮, ভিকি অস্তওয়াল ৩)
ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ৯৬ রানে জয়ী।

স্টাফ রিপোর্টার: যশ ধুলের বিশাল ছক্কাগুলো স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ছে। ঠিক তখনই ক্যামেরা ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) মুখটা ধরল। প্রচণ্ড তৃপ্ত দেখাচ্ছিল ভিভিএসকে। এনসিএ প্রধানের দায়িত্ব নেওয়ার পর অনূর্ধ্ব-১৯ টিমের সঙ্গে বিশ্বকাপে এসেছেন। আর টিমটা যেভাবে ফাইনালে গেল, তাতে গর্ব হওয়াটাই স্বাভাবিক।

Advertisement

পরিস্থিতিটা একবার ভাবুন। টুর্নামেন্টের গ্রুপ পর্ব চলাকালীন করোনা হানা দেয় ভারতীয় শিবিরে। প্রথম দলের বেশ কয়েকজন ক্রিকেটার ছাড়াই নামতে হয়েছিল ভারতকে। করোনা সারিয়ে ওঠার পর ধুলরা (Yash Dhull) যে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিলেন, সেটাও বলা যাবে না। এই পরিস্থিতিতে যে কোনও টিম কেঁপে যাবে। কিন্তু ভারত কাঁপেনি। বরং প্রতিপক্ষকে কাঁপিয়ে দিয়েছে। প্রথমে কোয়ার্টার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে উড়িয়ে দেওয়া। বুধবার আবার সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ফাইনাল।

[আরও পড়ুন: অভিষেককেই টার্গেট করছে বিজেপি, তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের]

বুধবার প্রথমে ব্যাট করতে নেমে ভারত (India U-19 World Cup) তোলে ২৯০/৫। দুর্দান্ত সেঞ্চুরি করলেন অধিনায়ক ধুল। ১১০ বলে ১১০ রানের ঝকঝকে একটা ইনিংস খেললেন। তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে বিশ্বকাপে সেঞ্চুরি করার নজির গড়লেন তিনি। সহ-অধিনায়ক শাইক রশিদও (৯৪) খুব ভাল ব্যাটিং করেন। শুরুটা ভাল না হলেও ধুল আর রশিদের পার্টনারশিপের উপর ভর করেই বড় রান তোলে ভারত। দু’জনে মিলে ২০৪ রানের পার্টনারশিপ করেন। শেষদিকে দীনেশ বানা ৪ বলে ২০ রানের ইনিংস খেললেন। ব্যাটারদের মতো বোলাররাও ভাল বোলিং করলেন। যার ফলে ফাইনালে উঠতে ভারতের কোনও সমস‌্যাই হয়নি। শুরু থেকেই ভারতীয় বোলাররা চাপে রেখেছিল অস্ট্রেলিয়ার (Australia U-19) ব‌্যাটারদের। বিশেষ করে স্পিনাররা। ভারতীয় স্পিনারদের সামনে কোনও অজি ব‌্যাটারই সেভাবে সুবিধা করতে পারেননি। অস্ট্রেলিয়া ৪১.৫ ওভারে অলআউট ১৯৪। ভিকি অস্তওয়াল তিন উইকেট নেন। নিশান্ত সিন্ধু, রবি কুমার দুটো করে উইকেট পান।

[আরও পড়ুন: ‘পরস্পরের সঙ্গে দ্বন্দ্ব করবেন না’, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বার্তা মমতার]

এই নিয়ে রেকর্ড আটবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (U-19 World Cup) ফাইনালে উঠল ভারত। শেষ চার বিশ্বকাপেরই ফাইনাল খেলছে ভারত। আটবারের মধ্যে  চারবার চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় যুব দল। ২০১৮ সালে শুভমন গিলদের নেতৃত্বে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার স্বপ্ন দেখাচ্ছেন যশ ধূলরা। ফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। যারা প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement