Advertisement
Advertisement

Breaking News

Cricket

হিন্দু হয়ে গোমাংস খেয়েছেন রোহিতরা? রেস্তরাঁয় খেতে যাওয়া নিয়ে এবার নয়া বিতর্ক

সিডনি টেস্টের আগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলের।

Twitter erupts as fans thrash Rohit Sharma & Co. for beef consumption । Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:January 3, 2021 5:39 pm
  • Updated:January 3, 2021 7:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্নে রেস্তরাঁয় খেতে গিয়ে একটি নয়, দু’টি বিতর্কে জড়িয়েছে রোহিত শর্মা-ঋষভ পন্থদের নাম। একে খেতে গিয়ে কোভিড (Covid-19) বিধি ভঙ্গ করার অভিযোগ তো ছিলই, এবার দোসর গরুর মাংস খাওয়া নিয়ে তৈরি হওয়া নয়া বিতর্ক। ভারতীয় ক্রিকেটারদের খাওয়ার বিলে গরুর মাংসের উল্লেখ থাকার বিষয়টি নেটিজেনদের নজরে পড়তেই তা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। একজন তো লিখেই বসেন, ”শর্মাজির ছেলেও (রোহিত শর্মা) গরুর মাংস খায়!”

মেলবোর্নের এক রেস্তরাঁয় লাঞ্চ করতে গিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma), পৃথ্বী শ, ঋষভ পন্থ, নভদীপ সাইনি ও শুভমন গিল। সেখানে নভলদীপ সিং নামের এক ভক্ত তাঁদের দেখে এতটাই উল্লসিত হয়ে পড়েন যে ক্রিকেটারদের লাঞ্চের বিল মেটান। বারণ করলেও শোনেননি নভলদীপ। উলটে রোহিতদের ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ছয় হাজার টাকার বিল নিজে মেটান তিনি। রোহিতদের লাঞ্চ করার ভিডিও করে সেটা নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। সেই সঙ্গে পোস্ট করেন বিলটির ছবিও।

Advertisement

[আরও পড়ুন: স্বাভাবিক পালস রেট এবং রক্তচাপ, রাতে ঘুম হয়েছে নির্বিঘ্নে, দ্রুত সুস্থতার পথে সৌরভ]

এরপর মূলত ভারতীয় ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযোগ নিয়েই যাবতীয় বিতর্ক শুরু হয়। কিন্তু তারপরই নেটিজেনদের কারোর কারোর বিলে গরুর মাংসের উল্লেখ থাকার বিষয়টি নজরে আসে। আর সেই নিয়েই সরব হন অনেকে। কেউ প্রশ্ন তোলেন, “গরুর মাংস?” কেউ আবার লেখেন, “এজন্যই বিলটির উপরের দিক ঢেকে রাখা হয়েছে।” আরেকজন আবার লিখে বসেন, “শর্মাজির ছেলেও (রোহিত শর্মা) গরুর মাংস খায়!”

 

[আরও পড়ুন: কোনও তদন্ত হবে না! জৈব সুরক্ষা বলয় বিতর্কে ক্রিকেটারদের পাশে BCCI]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement