সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় সেলেবদের ট্রোল করা যেন একপ্রকার অভ্যাসে পরিণত হয়েছে কট্টরপন্থীদের। পান থেকে চুন খসলেই মৌলবাদিদের চোখ রাঙানি দেখতে হচ্ছে তাঁদের। নওয়াজউদ্দিন সিদ্দিকি থেকে মহম্মদ কাইফ। মন্দিরা বেদী থেকে সানিয়া মির্জা, তালিকা দিনদিন লম্বাই হচ্ছে। আর মহম্মদ শামি-ইরফান পাঠানদের মতো ক্রিকেটারদের নামও রয়েছে সেই তালিকায়। তবে এবার সেই তালিকায় নাম জুড়েছে সদ্য বিবাহিত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খানের। তবে সমালোচনার করলেও অনেকেই জাহিরের এই কাজের প্রশংসাও করেছেন।
গত মাসে ‘চক দে ইন্ডিয়া’ খ্যাত বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে সাত পাঁকে বাধা পড়েছেন জাহির। রেজিস্ট্রি ম্যারেজ করলেও পরে এলাহি পার্টির আয়োজনও করেন। যেখানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকারাও। এরপরই সদ্যবিবাহিত স্ত্রীকে নিয়ে মহারাষ্ট্রের কোলাপুরের অম্বাদেবী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। পুজো দেওয়ার ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তাতেও যে নেটদুনিয়ায় রোষের মুখে পড়তে হবে তা হয়ত বুঝতে পারেননি তিনি। কেউ লেখেন, ‘জাহির মুসলিম সেলিব্রিটি বলে তাঁর হিন্দু মন্দিরে যাওয়া নিয়ে কেউ কিছু বলছে না। এটাই যদি কোনও হিন্দু সেলিব্রিটি করতেন, তাহলে তাঁকে অনেক সমালোচনা শুনতে হত।’ অবশ্য এর তুলনায় জাহিরের এহেন কাজের প্রশংসাটাই অনেক বেশি লোকে করেছে। দু’জনেই ভিন্ন ধর্মের হলেও জাহির-সাগরিকার যে কট্টরপন্থীদের মনোভাব নিয়ে কোনও সমস্যা নেই, তা দু’জনের হাবভাবেই স্পষ্ট। এক নজরে দেখে নিন টুইটগুলি।
This time around hindus praising Zaheer for visiting temples but if some hindu celebrity would have visited madjid, story would have been different. #zaheerkhan
— TheGiniKhan (@giniromet) 3 December 2017
Some guys raised doubts about #Gharwapsi of #ZaheerKhan. What more proof they want. The world has problem with only one thing that is #Islam. #Hadiya pic.twitter.com/5PFTlrIgDh
— Ateeq Siddiqui عتیق (@YoungMuslimView) 4 December 2017
Newlywed #SagarikaGhatge Ghatge and #ZaheerKhan took blessings of goddess #Mahalaxmi in Kolhapur’s famous Mahalaxmi temple.. interfaith marriage should be like this…both should respect each other’s religion no #lovejihad #noconversion 😀 pic.twitter.com/OPrf8gFB4y
— Swapnil Saraswat (@swapniljourno) 1 December 2017
#Bollywood: Newly weds Zaheer Khan and Sagarika Ghatge pay a visit to the Mahalaxmi temple in Kolhapur & Gave Slap To Extremist By Praying In #Hindu Temple after Marriage Being A #Muslim #zaheerkhan #SagarikaGhatge #Cricket #KingKohli pic.twitter.com/2nZmsc3odz
— Xpress News (@XpressNews) 3 December 2017
#zaheerkhan is marathi and sagarika also. So it’s the culture what matters not religion.
And he’s proud indian that’s enough for nationalism.— Rajni patil (@indian_patil) 3 December 2017
#SagarikaGhatge and #ZaheerKhan represent everything that is beautiful about India, and the opposite of what Modi and the BJP want us to become.
— lindsay pereira (@lindsaypereira) 24 November 2017
Zaheer knows that he needs Mahalakshmi to have a happy married life,so respecting his wifes religion he agreed to visit the temple,he also does arti at saibaba temple. Zaheer is broard minded, leave him alone you haters. He is looking very handsome with that tilak on his forehead
— TheGiniKhan (@giniromet) 3 December 2017
এদিকে, সম্প্রতি নবদম্পতি একটি ম্যাগাজিনের জন্য ফটোশুটেও অংশ নিয়েছিলেন। যার শুটিং হয়েছে লন্ডনে। সম্প্রতি ম্যাগাজিনটির তরফ থেকে শুটিং-এর সময়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশিত করা হয়েছে। আর সেটি প্রকাশ পেতেই হইচই সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সাগরিকার সেই অসাধারণ আকর্ষণীয় লুকের প্রশংসাও করেছেন।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.