সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনে এসে ভারতের দুই প্রজন্মের দুই কিংবদন্তির জয়গান করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মুখে শোনা গেল ক্রিকেট ঈশ্বর শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar) এবং বর্তমান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির নাম। কাকতালীয়ভাবে সেসময় অতিথি আসনে উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। একসময়ের সতীর্থ এবং বর্তমান দলের অধিনায়কের গুণগান সেখান থেকেই শুনলেন সৌরভ।
US President Donald Trump: All over the planet people take great joy in watching Bollywood films, bhangra, and classic films like DDLJ and Sholay. You cheer on great cricketers like Sachin Tendulkar and Virat Kohli pic.twitter.com/CHvedzlXQh
— ANI (@ANI) February 24, 2020
মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর এবং নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে তাঁর পা রাখা নিয়ে বেশ কিছুদিন ধরেই উদ্দীপনায় ফুটছিল গুজরাটের ক্রিকেট মহল। মোতেরায় ট্রাম্প-মোদির যৌথ সমাবেশ দেখতে হাজির হয়েছিলেন প্রায় ১ লক্ষ ২৫ হাজার মানুষ। লক্ষাধিক মানুষের সামনেই একাধিক বলিউডি ছবি এবং ভারতীয় দলের দুই তারকার স্তুতি করলেন ট্রাম্প। ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনে এসে মার্কিন প্রেসিডেন্ট বললেন, “গোটা বিশ্বের লোক DDLJ, শোলের মতো ছবি দেখে আনন্দ পায়। আপনারা শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলির (Virat Kohli) মতো মহান ক্রিকেটারদের জন্য গলা ফাটান।” মার্কিন প্রেসিডেন্ট যখন একথা বলছেন, তখন গোটা স্টেডিয়াম ফেটে পড়ে হাততালিতে। মুচকি হাসি চোখে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও।
#WATCH live: US President Donald Trump and PM Narendra Modi speak at ‘Namaste Trump’ event at Motera Stadium in Ahmedabad https://t.co/arJBVLFAJu
— ANI (@ANI) February 24, 2020
ট্রাম্পের ভাষণে ঠাঁই পেয়ে শচীন তেণ্ডুলকর তথা বিরাট কোহলি যে আনন্দিত হবেন তা প্রত্যাশা করাই যায়। কাকতালীয়ভাবে ট্রাম্প যখন শচীন, আর বিরাটের জয়গান করছেন তখন স্টেডিয়ামেই উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষেই এদিন মোতেরাই গিয়েছিলেন সৌরভ। তাঁর সঙ্গে ছিলেন বিসিসিআই সচিব জয় শাহও। ট্রাম্প যখন বিরাটদের কথা বললেন, তখন মুচকি হাসি চোখে পড়ে সৌরভের মুখেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.