Advertisement
Advertisement
ডোনাল্ড ট্রাম্প

মোতেরায় ট্রাম্পের মুখে শচীন-বিরাটের জয়গান, অতিথি আসন থেকে শুনলেন সৌরভ

শচীনদের নিয়ে কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?

Trump gives special shout out to Sachin Tendulkar, Virat Kohli
Published by: Subhajit Mandal
  • Posted:February 24, 2020 3:06 pm
  • Updated:February 24, 2020 3:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনে এসে ভারতের দুই প্রজন্মের দুই কিংবদন্তির জয়গান করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মুখে শোনা গেল ক্রিকেট ঈশ্বর শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar) এবং বর্তমান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির নাম। কাকতালীয়ভাবে সেসময় অতিথি আসনে উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। একসময়ের সতীর্থ এবং বর্তমান দলের অধিনায়কের গুণগান সেখান থেকেই শুনলেন সৌরভ।

[আরও পড়ুন: নিজের হাতে গড়েছিলেন মোতেরা স্টেডিয়াম, ট্রাম্পের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না তিনিই]

মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর এবং নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে তাঁর পা রাখা নিয়ে বেশ কিছুদিন ধরেই উদ্দীপনায় ফুটছিল গুজরাটের ক্রিকেট মহল। মোতেরায় ট্রাম্প-মোদির যৌথ সমাবেশ দেখতে হাজির হয়েছিলেন প্রায় ১ লক্ষ ২৫ হাজার মানুষ। লক্ষাধিক মানুষের সামনেই একাধিক বলিউডি ছবি এবং ভারতীয় দলের দুই তারকার স্তুতি করলেন ট্রাম্প। ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনে এসে মার্কিন প্রেসিডেন্ট বললেন, “গোটা বিশ্বের লোক DDLJ, শোলের মতো ছবি দেখে আনন্দ পায়। আপনারা শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলির (Virat Kohli) মতো মহান ক্রিকেটারদের জন্য গলা ফাটান।” মার্কিন প্রেসিডেন্ট যখন একথা বলছেন, তখন গোটা স্টেডিয়াম ফেটে পড়ে হাততালিতে। মুচকি হাসি চোখে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও।

 

[আরও পড়ুন: ট্রাম্পকে স্বাগত জানাতে প্রস্তুত মোতেরা, জানুন বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের খুঁটিনাটি]

ট্রাম্পের ভাষণে ঠাঁই পেয়ে শচীন তেণ্ডুলকর তথা বিরাট কোহলি যে আনন্দিত হবেন তা প্রত্যাশা করাই যায়। কাকতালীয়ভাবে ট্রাম্প যখন শচীন, আর বিরাটের জয়গান করছেন তখন স্টেডিয়ামেই উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষেই এদিন মোতেরাই গিয়েছিলেন সৌরভ। তাঁর সঙ্গে ছিলেন বিসিসিআই সচিব জয় শাহও। ট্রাম্প যখন বিরাটদের কথা বললেন, তখন মুচকি হাসি চোখে পড়ে সৌরভের মুখেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement