Advertisement
Advertisement

Breaking News

PM Modi

না পুরুষ, না মহিলা! মোদিকে নিয়ে বিতর্কিত টুইট কীর্তি আজাদের, তুঙ্গে বিতর্ক

তৃণমূল নেতাকে তীব্র আক্রমণ বিজেপির।

Trinamool leader's 'neither male nor female' post on PM Modi's attire sparks row | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 22, 2022 1:30 pm
  • Updated:December 22, 2022 1:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ‘অবনামনাকর’ টুইট। বিতর্কে তৃণমূল নেতা কীর্তি আজাদ। দ্রুত আজাদের মন্তব্য নিয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করার দাবি জানাল বিজেপি (BJP)।

দিন কয়েক আগে মেঘালয় সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে দেখা যায় স্থানীয় আদিবাসীদের প্রচলিত পোশাক পরে বক্তৃতা দিতে। মোদির (Narendra Modi) পরনের সেই পোশাকটা ছিল অনেকটা আলখাল্লা ধরনের। সেই পোশাকে প্রধানমন্ত্রীর ছবি দিয়েই বিতর্কিত টুইট করেছিলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ (Kirti Azad)। প্রধানমন্ত্রীর পরনে যে পোশাকটি ছিল, সেই একই ধরনের পোশাক পরিহিত এক মহিলার ছবি মোদির ছবির পাশে দিয়ে তৃণমূল নেতা লেখেন, “না মহিলা, না পুরুষ। তিনি শুধু ফ্যাশনের পূজারী।”

Advertisement

Trinamool leader's 'neither male nor female' post on PM Modi's attire sparks row

[আরও পড়ুন: ক্রিকেটার নন, আয়করের নথিতে পেশাদার ‘অভিনেতা’ শচীন! ফের মাথাচাড়া দিল বিতর্ক]

প্রধানমন্ত্রীকে নিয়ে এই ‘লিঙ্গবৈষম্যমূলক’ মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ নেটদুনিয়া। কীর্তি আজাদকে এ নিয়ে রীতিমতো তুলোধোনা করছেন নেটিজেনরা। বিজেপির তফসিলি মোর্চার (ST Morcha) তরফে টুইট করে বলা হয়,”আপনি তফসিলিদের অপমান করছেন। আপনার এবং আপনার দলের অবশ্য তফসিলিদের অপমান করার অভ্যাস আছে। আপনার বিরুদ্ধে দলিত আইনে মামলা হওয়া উচিত।” অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও (Himanta Biswasarma) আসরে নেমেছেন। তিনি আবার টুইট করে বলেছেন,”যেভাবে কীর্তি আজাদ আদিবাসীদের অপমান করছেন সেটা দুঃখজনক। এটা মেঘালয়েরও অপমান। তৃণমূলের উচিত দ্রুত নিজেদের অবস্থান এ বিষয়ে স্পষ্ট করে দেওয়া।”

[আরও পড়ুন: বিশ্বজয়ের উৎসবে ব্যাপক বিশৃঙ্খলা আর্জেন্টিনায়, মৃত এক, হেলিকপ্টারে বাড়ি ফিরলেন মেসি]

মেঘালয়ে এই মুহূর্তে তৃণমূল প্রধান বিরোধী দল। ক্ষমতাসীন এনপিপি-বিজেপি জোটকে ক্ষমতাচ্যুত করাটা তৃণমূলের (TMC) কাছে চ্যালেঞ্জ। আগামী কয়েক মাসের মধ্যেই মেঘালয়ে নির্বাচন। ভোটের ঠিক আগে আগে কীর্তি আজাদের মন্তব্য চাপে ফেলবে তৃণমূলকে। যদিও পরে তৃণমূল নেতা সাফাই দিয়ে বলেছেন, তিনি প্রধানমন্ত্রীকে অপমান করতে চাননি। তিনি শুধু বলতে চেয়েছেন, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্যাশন পছন্দ করেন। এবং ভাল পোশাক পরার কোনও সুযোগ ছাড়েন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement