দেবাশিস সেন, পারথ: রোহিত শর্মার (Rohit Sharma) ছুটি নেওয়া নিয়ে লাগাতার বিতর্ক চলছে। দ্বিতীয়বার বাবা হওয়ার সময়ে ভারত অধিনায়কের কি অজি সফরের শুরু থেকেই খেলা উচিত ছিল? এই প্রশ্নে কার্যত দুভাগ হয়ে গিয়েছে ক্রিকেটমহল। তবে এই পরিস্থিতিতে রোহিতের পাশে দাঁড়ালেন ট্র্যাভিস হেড (Travis Head)। অজি ব্যাটারের মতে, সন্তান জন্মের সময়ে পরিবারের পাশে থাকাই উচিত।
সদ্য দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন রোহিত শর্মা। মুম্বইয়ে ভূমিষ্ঠ হয়েছে রোহিত-ঋতিকার পুত্রসন্তান। সোশাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল। তার পর থেকেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় রওনা হবেন রোহিত? পারথে প্রথম টেস্টে কি খেলতে দেখা যাবে তাঁকে? যদিও সূত্রের খবর, তেমনটা ঘটার সম্ভাবনা নেই। রোহিত নাকি বোর্ডকে জানিয়ে দিয়েছেন এখনও কিছুটা সময় তিনি পরিবারের সঙ্গে কাটাতে চান। খুব সম্ভবত অ্যাডিলেড টেস্টের আগে তিনি যোগ দেবেন দলের সঙ্গে।
মাঠে হিটম্যানের প্রবল প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে রোহিতের সঙ্গে একমত হলেন ট্র্যাভিস হেড। দিনকয়েক আগেই দ্বিতীয়বার বাবা হয়েছেন অজি ব্যাটার। পুত্রসন্তানের জন্মের কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি নিজেও। তাই বর্তমান পরিস্থিতিতে রোহিতের ছুটি নেওয়ার সিদ্ধান্তকেও তিনি পুরোপুরি সমর্থন করেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর পরে সোমবার অনুশীলনে এসে হেড বলেন, “রোহিতের সিদ্ধান্তে আমি ১০০ শতাংশ সমর্থন করি। ক্রিকেটার হিসাবে আমরা অবশ্যই অনেক সুবিধা পাই। কিন্তু জীবনের কিছু বিশেষ মুহূর্ত উপভোগ করা আমাদের বাদ থেকে যায়। আমিও রোহিতের জায়গায় একই কাজ করতাম।”
উল্লেখ্য, সুনীল গাভাসকরের মত ছিল, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে অবশ্যই খেলা উচিত ভারত অধিনায়কের। অন্যদিকে প্রাক্তন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ভিন্নমত পোষণ করেছিলেন। তাতে সহমত হয়েছিলেন রোহিতের স্ত্রী ঋতিকাও। হিটম্যানের ছেলে জন্মের পরে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি যদি ওর জায়গায় থাকতাম, তাহলে অবশ্যই পারথ টেস্টে খেলতাম।” শেষ পর্যন্ত রোহিত প্রথম টেস্টের আগে যাবেন না বলেই খবর। কিন্তু মাঠের দ্বৈরথ ভুলে রোহিতের পাশে দাঁড়াচ্ছেন অজি তারকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.