সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডাকে হারিয়ে বিশ্বকাপে (T20 World Cup 2024) এখনও টিকে রয়েছে পাকিস্তান (Pakistan Cricket Team)। যদিও বুধবার ভারতের কাছে আমেরিকা হেরে যাওয়ায় বাবর আজমদের কিছুটা হলেও সুবিধা হয়েছে ঠিকই। কিন্তু সুপার এইটে পাকিস্তান যাবে কিনা তা নিয়ে চলছে অনেক পারমুটেশন-কম্বিনেশন।
এর মধ্যেই খবর ফ্লোরিডায় তুমুল বৃষ্টি হচ্ছে। নিউ ইয়র্ক পর্ব আপাতত শেষ। এ গ্রুপের দলগুলোর পরবর্তী ম্যাচ ফ্লোরিডায়। ১৫ জুন লডারহিলে কানাডার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে নামছে ভারত। শুধু টিম ইন্ডিয়ার নয়, ফ্লোরিডায় শেষ ম্যাচ রয়েছে পাকিস্তান, আয়ারল্যান্ড এবং আমেরিকারও। শুক্রবার লডারহিলে আয়ারল্যান্ডের সামনে আমেরিকা। অন্যদিকে ১৬ জুন আয়ারল্যান্ড-পাকিস্তান ম্যাচ।
টানা তিনটি ম্যাচ জিতে ভারত ইতিমধ্যেই সুপার এইটে। এই গ্রুপের বাকি চারটি দল পাকিস্তান, আমেরিকা, কানাডা ও আয়ারল্যান্ডের মধ্যে ১টি দল যাবে সুপার এইটে। ফ্লোরিডা পর্বের ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। অথচ ফ্লোরিডায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য ম্যাচগুলো হওয়া নিয়ে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। বৃষ্টির কারণে পাকিস্তানের ম্যাচ যদি না হয়, তাহলে বড় ক্ষতি হবে পাকিস্তানেরই।
আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে এক পয়েন্ট পাবে আমেরিকা। সেক্ষেত্রে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছে যাবে আমেরিকা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ পাকিস্তান হারুক বা জিতুক বাবার আজমদের ছিটকে যেতে হবে।
পাকিস্তান বনাম আয়ারল্যান্ড ম্যাচ যদি ভেস্তে যায় বৃষ্টিতে, তাহলে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে পাকিস্তানকে। সেক্ষেত্রে ৪ ম্যাচে ৩ পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হবে বাবর আজমদের। এক্ষেত্রেও ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে যাবে আমেরিকাই।
অন্যদিকে ভারত-কানাডা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করতে হবে কানাডাকে। একই কথা প্রযোজ্য আয়ারল্যান্ডের ক্ষেত্রেও। একটি ম্যাচ ভেস্তে যাওয়া মানেই ছিটকে যাওয়া টুর্নামেন্ট থেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.