Advertisement
Advertisement

Breaking News

Sachin Tendulkar

‘শচীনের সেরা ফ্যান’ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে খুশির জোয়ার

শচীন নামের আবেগেই যেন আনন্দের মিলনমেলা হয়ে উঠল পুরস্কার প্রদান অনুষ্ঠান। 

Top Fans of Sachin Tendulkar get awarded । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:May 18, 2023 9:53 pm
  • Updated:May 18, 2023 10:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরুলিয়া হোক বা নাগেরবাজার। প্রখর রোদ কিংবা হঠাৎ বৃষ্টি। সবকিছু উপেক্ষা করেই তাঁরা এসেছিলেন। পরিচয়পত্র যা-ই বলুক, তাঁদের পরিচয় একটাই– শচীনের সেরা ফ্যান। কেজিএ নিবেদিত সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর (Sangbad Pratidin Digital) আয়োজনে শচীনের সেরা ফ্যান প্রতিযোগিতায় সাড়া পড়েছিল গোটা বাংলায়। তারই পুরস্কার প্রদান অনুষ্ঠানে বৃহস্পতিবার ভবানীপুর ক্লাবে খুশির জোয়ার।

কিংবদন্তি শচীন তেণ্ডুলকরের ((Sachin Tendulkar) ৫০-তম জন্মদিন উপলক্ষে সংবাদ প্রতিদিন প্রকাশ করেছিল বিশেষ ক্রোড়পত্র ‘বাহ শচীন’। পাশাপাশি শুরু হয়েছিল ‘শচীনের সেরা ফ্যান’ কুইজ কনটেস্ট। সংবাদ প্রতিদিন-এর আয়োজন সার্থক করে তুলতে এগিয়ে এসেছিল প্রখ্যাত সংস্থা কেজিএ। অনলাইন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বহুসংখ্যক মানুষ।

Advertisement

[আরও পড়ুন: সবুজ-মেরুন জার্সি পরে লখনউয়ের খেলার ঘোষণার পোস্ট ডিলিট ঘিরে জল্পনা তুঙ্গে]

 

তাঁদের মধ্যে বাজিমাত করেন ৬৬ জন। এদিন ভবানীপুর ক্লাবে (Bhawanipore Club) উপস্থিত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কেজিএ-র কর্ণধার অভিনব গুপ্ত এবং সংবাদ প্রতিদিন-এর প্রধান সম্পাদক সৃঞ্জয় বোস। শচীন আবেগই যে সকলকে বেঁধে রেখেছেন তা জানালেন অভিনব গুপ্ত। সহমত প্রকাশ করলেন সৃঞ্জয় বোস। শচীন নামের মহিমা এমনই যে, তাঁর সেরা ফ্যান হওয়ার লোভ সামলাতে পারেননি কেউই।  

আর তাই পুরুলিয়া থেকেও কেউ এসেছেন এই অনুষ্ঠানে অংশ নিতে। কেউ এসেছেন ঝড়বৃষ্টি মাথায় নিয়ে। অসংখ্য শচীন অনুরাগীর মধ্যে সেরা হওয়ার আনন্দ সকলের চোখেমুখে উদ্ভাসিত। প্রথম পুরস্কার উঠল ইপ্সিতা দত্তের হাতে। কনিষ্ঠতম বিজয়ী হয়ে খুশিতে উজ্জ্বল তিয়াশা মিত্র। শচীন নামের আবেগেই যেন আনন্দের মিলনমেলা হয়ে উঠল এদিনের পুরস্কার প্রদান অনুষ্ঠান। 

[আরও পড়ুন: ‘বাইরে চিকিৎসা করাতে হবে’, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন অনুব্রতর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement