Advertisement
Advertisement
ম্যাচ গড়পেটা

টি-টোয়েন্টিতে ম্যাচ গড়াপেটার অভিযোগ, ফের কলঙ্কিত ভারতীয় ক্রিকেট

ফের নেপথ্যে শ্রীনিবাসন!

TNPL fixing scandal: two lesser known coaches could be under scanner
Published by: Soumya Mukherjee
  • Posted:September 17, 2019 12:41 pm
  • Updated:September 17, 2019 1:10 pm  

স্টাফ রিপোর্টার: ম্যাচ গড়াপেটার প্রেত ফের তাড়া করতে শুরু করল ভারতীয় ক্রিকেটকে! অতীতে আইপিএল কলঙ্কিত হয়েছিল গড়াপেটা কেলেঙ্কারিতে। আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে যে কারণে নির্বাসিতও হতে হয়েছিল। সেই ক্ষত পুরো ঠিক হওয়ার আগেই নতুন করে ক্ষতবিক্ষত হল ভারতীয় ক্রিকেট!

[আরও পড়ুন: স্ত্রীকে কতটা ভালবাসেন? এক ছবিতেই বুঝিয়ে দিলেন বিরাট

এবার ম্যাচ গড়াপেটার কালো ছায়া তাড়া করতে শুরু করল তামিলনাড়ু প্রিমিয়ার লিগকে(টিএনপিএল)! আর ক্রিকেট অদৃষ্টের পরিহাসে ফের পরোক্ষভাবে এই কলঙ্কের সঙ্গে জড়িয়ে গেলেন নারায়ণস্বামী শ্রীনিবাসন। বছর
কয়েক আগে তাঁরই মালিকানায় থাকা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ উঠেছিল। আর উঠল এবার টিএনপিএল বা তামিলনাড়ু ক্রিকেট সংস্থা আয়োজিত তামিলনাড়ু প্রিমিয়ার লিগে। যে সংস্থার ‘মেঘনাদ’ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সর্বময় কর্তা শ্রীনিবাসন।

Advertisement

বোর্ডের বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, টিএনপিএল খেলা মাঝারি মানের একটা টিম এবং দু’জন অনামী কোচ আপাতত সন্দেহভাজন তালিকায়। কেউ কেউ নাকি সন্দেহ করছেন টিএনপিএলে অংশ নেওয়া দল টুটি পেট্রিয়টসকে। গত নিলামে যাদের কার্যকলাপ নাকি যথেষ্ট সন্দেহজনক ছিল। ভাল ভাল প্লেয়ার তারা নিলামে ছেড়ে দিয়েছিল। তা ছাড়া তাদের বর্তমান মালিক কারা, সেটাও কেউ এখনও জানে না।

[আরও পড়ুন: সিরিজের শুরুতেই ধাক্কা, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি

দু’জন অখ্যাত কোচের নামও উঠে আসছে। যাঁদের মধ্যে একজন আবার আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন। রঞ্জি টিমেও কোচিং করিয়েছেন। এক মিডিয়া রিপোর্টে এটাও লেখা হয়েছে যে বুকিরা রাজস্থান এবং কলকাতা
‘বেসড’। তারা প্রথমে সংশ্লিষ্ট টিম মালিককে চার কোটি টাকা দিয়েছে। তারপর বলা হয়, ভিতরের খবরাখবর দিলে আরও টাকা দেওয়া হবে। যে প্রস্তাবে নাকি এক ক্রিকেটার এবং এক কোচ রাজি হয়ে যান। সেই কোচ
নাকি পঁচিশ লক্ষ টাকা চেয়ে বসেন।

রাতের দিকে জানা গেল, তামিলনাড়ু ক্রিকেট সংস্থা তিন সদস্যের কমিটি বসিয়েছে ঘটনার তদন্তে। তারা বোর্ডের দুর্নীতিদমন শাখার কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। তবে বোর্ডের দুর্নীতিদমন শাখা নাকি বলেছে, দরকার পড়লে
তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সঙ্গে যোগাযোগ করবে।

তবে শুধু তামিলনাড়ু প্রিমিয়ার লিগ নয়। রাতের দিকের খবর, ভারতীয় মহিলা টিমের পক্ষ থেকেও একজন বোর্ডের দুর্নীতিদমন শাখাকে জানিয়েছেন যে এ বছরই ইংল‌ান্ড সিরিজের আগে গড়াপেটার প্রস্তাব নিয়ে বুকিদের তরফ
থেকে যোগাযোগ করা হয়েছিল। তার ভিত্তিতে দু’জনের বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে বেঙ্গালুরু পুলিশের কাছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement