Advertisement
Advertisement
India WTC Final

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আবারও হার ভারতের, বিপর্যয়ের নেপথ্যে কোন ৩ কারণ?

দশ বছর ট্রফি আসেনি ভারতের ঘরে।

Three reasons behind India's failure at WTC Final | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:June 11, 2023 6:08 pm
  • Updated:June 11, 2023 9:23 pm  

বোরিয়া মজুমদার, লন্ডন: কোচ, ক্যাপ্টেন পালটেছে। সময়ও এগিয়ে গিয়েছে ১০ বছর। কিন্তু পালটায়নি ভারতের ট্রফি ভাগ্য। একের পর এক বড় টুর্নামেন্টে সাড়া জাগিয়ে শুরু করেছে ভারত। কিন্তু খেতাবি লড়াইয়ে বারবার আটকে গিয়েছে ভারত। টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship Final) ফাইনালে হারল মেন ইন ব্লু। ওভালের হতাশাজনক পারফরম্যান্সে কারণ কী? মূলত তিনটি কারণ উঠে আসছে। আঙুল উঠছে ভারতের মানসিকতা থেকে শুরু করে বিসিসিআইয়ের ক্যালেন্ডারের দিকে। দল নির্বাচন করতে কী করে এত ভুল হল, প্রশ্ন রয়েছে তা নিয়েও।

১. অশ্বিনের অনুপস্থিতি: ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে আমজনতা- ফাইনালের দলে রবিচন্দ্রন অশ্বিনকে দেখতে না পেয়ে হতবাক হয়েছিলেন সকলেই। বিশ্বের এক নম্বর টেস্ট বোলার। চ্যাম্পিয়নশিপেও দলের সবচেয়ে সফল বোলার। স্পিন বোলিং ছাড়াও টেস্ট অলরাউন্ডারদের তালিকায় রয়েছেন উপরের দিকেই। পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন লাল বলের ক্রিকেটে। এতকিছু সত্ত্বেও মহাগুরুত্বপূর্ণ ম্যাচের দলে অশ্বিনের জায়গাই হলো না। এখানে সবচেয়ে বড় প্রশ্ন, অস্ট্রেলিয়া হলে কি শেন ওয়ার্নকে বসিয়ে রাখত? শ্রীলঙ্কা হলে কি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুরলীধরণকে ছাড়াই নামত? অজি ব্যাটিং লাইন আপে প্রচুর বাঁহাতি থাকলেও ভারতীয় টিম ম্যানেজমেন্টের (India Cricket Team) অদ্ভুত সিদ্ধান্ত, অশ্বিনকে ওভালের পিচে খেলানো যাবে না।

Advertisement

[আরও পড়ুন: চরম গরমেও শীতপোশাকে কুচকাওয়াজ! রাজকুমারের সামনেই জ্ঞান হারালেন ৩ ব্রিটিশ সেনা]

২. ব্যর্থ টপ অর্ডার: অধিনায়ক রোহিত শর্মা, ভারতীয় ক্রিকেটের ‘রাজপুত্র’ শুভমান গিল, ‘কিং’ বিরাট কোহলি, এই যুগের ‘ওয়াল’ চেতেশ্বর পূজারা- মহাম্যাচে ব্যর্থ সকলেই। প্রথম ইনিংসে ৪৬৯ রানের পাহাড় তাড়া করতে নেমে একেবারে আত্ম সমর্পণ করেছিল ভারতের টপ অর্ডার। অজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে লাগাতার ভুল করে চলেছে ভারতের তারকাখচিত টপ অর্ডার। ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন অজিঙ্কা রাহানে- রবীন্দ্র জাদেজারা। কিন্তু দ্বিতীয় ইনিংসেও তাঁদের লড়াইয়ের মর্যাদা দিতে পারেনি টপ অর্ডার। অহেতুক আগ্রাসী শট খেলতে গিয়ে অজি বোলারদের উইকেট উপহার দিয়েছেন রোহিত-বিরাটরা। রানের লোভে অযথা ঝুঁকি নিলেন মহাতারকারা। তাঁদের ভুলের মাসুল দিল ভারত। আইপিএলে দুরন্ত ফর্মে থাকলেও ইংল্যান্ডের মাটিতে সুপার ফ্লপ গিল-কোহলিরা। দু’মাস ধরে কোটি টাকার টুর্নামেন্ট খেলে ক্লান্ত ক্রিকেটারদের পক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা কি আদৌ সম্ভব?

৩. মানসিক সমস্যা: দশ বছরে অন্তত ছ’টি আন্তর্জাতিক টুর্নামেন্টের নক আউট পর্বে পৌঁছেছে ভারত। কিন্তু ট্রফি জেতা হয়নি। বিশ্বকাপ থেকে শুরু করে টেস্ট চ্যাম্পিয়নশিপ- পরপর হারে প্রশ্ন উঠছে দলের মানসিকতা নিয়ে। ট্রফি জেতার আগেই খুব বেশি চিন্তাভাবনা করে ফেলছে ভারতের টিম ম্যানেজমেন্ট। তার জেরেই একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে। আগে থেকেই দল ধরে নিচ্ছে, এই ট্রফি জেতা স্রেফ সময়ের অপেক্ষা। ট্রফি জেতা একশো শতাংশ নিশ্চিত। তার ফলে মাঠে নেমে বিপাকে পড়ছে দল। বিপক্ষের লড়াকু মানসিকতার সামনে পিছিয়ে পড়ছে মেন ইন ব্লু। কাপ থেকে ঠোঁটের দূরত্ব আর মিটছেই না।

দেখুন ভিডিও। 

[আরও পড়ুন: আরামবাগে দল ছাড়লেন TMCP’র জেলা সভাপতি, তৃণমূলে ধাক্কা বারাসত-মুর্শিদাবাদেও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement