সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে ফের গড়াপেটার ছায়া! অন্তত তিনজন জাতীয় দলের ক্রিকেটার ম্যাচ গড়াপেটা যুক্ত সন্দেহে আইসিসির (ICC) রাডারে, এমনটাই জানাল শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দুল্লাস আলাহাপ্পেরুমা। কিন্তু তাঁরা বর্তমানে জাতীয় দলে খেলেন নাকি প্রাক্তন সে ব্যাপারে খোলসা করেননি ক্রীড়ামন্ত্রী। তবে তিন অভিযুক্ত ক্রিকেটারের সম্পর্কে শুধু তিনি এইটুকুই বলেছেন, ‘অনুশাসন এবং চারিত্রিক দোষের জন্যই তিন ক্রিকেটার আইসিসির নজরে। তাঁদের বিরুদ্ধে তদন্ত করছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।’ তবে এখানেই গোল বেঁধেছে। মন্ত্রীর দাবিকে অস্বীকার করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (Sri Lanka Cricket)। বোর্ডের দাবি, আইসিসি বর্তমান জাতীয় দলের কোনও ক্রিকেটারের বিষয়ে তদন্ত করছে না।
সম্প্রতি নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগ ওঠে দ্বীপরাষ্ট্রের ক্রিকেটার শেহান মধুশংকার বিরুদ্ধে। সে বিষয়ে ক্রীড়ামন্ত্রী বলেছেনে, খুবই দুঃখজনক ঘটনা। দেশের অনেক আশা ছিল তাঁকে নিয়ে। গত সপ্তাহে শ্রীলঙ্কার পুলিশ নিষিদ্ধ মাদক হেরোইন রাখার অভিযোগে মধুশংকাকে আটক করে। এই ঘটনার পর শ্রীলঙ্কা ক্রিকেট মধুশংকার চুক্তি বাতিল করে। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, সরকার বোর্ডের কর্মকাণ্ডের উপর এবার থেকে নজর রাখবে। দেশের ক্রিকেটের মান স্কুল পর্যায়ে নেমে যাওয়ার কারণ খতিয়ে দেখা হবে।
এমনিতেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দ্বীপরাষ্ট্রের ক্রিকেট। পারফরম্যান্স খুব শোচনীয়। একের পর এক সিরিজ হার। তার উপর ক্রিকেটাররা যদি গড়াপেটায় যুক্ত থাকেন তাহলে আও খারাপ দিন আসছে শ্রীলঙ্কার ক্রিকেটের। সম্প্রতি প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে বৈঠকে প্রাক্তন ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে, কুমার সঙ্গাকারা, সনৎ জয়সূর্যরা দেশের তৃণমূল স্তরে ক্রিকেটের মানোন্নয়নের কথা বলেন। শ্রীলঙ্কার ক্রিকেটের তাবড় তারকারা অবসর নেওয়ার পর যোগ্য নেতৃত্বের অভাব বোধ করছে জাতীয় দল। টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি, কোনও ফর্ম্যাটেই পারফরম্যান্স ভাল নয় শ্রীলঙ্কার। গোদের উপর বিষফোঁড়ার মতো এখন নতুন উদ্বেগ তৈরি হয়েছে ক্রিকেটারদের ম্যাচ গড়াপেটার অভিযোগ নিয়ে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.