সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শেষ মুহূর্তে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে। যে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়ে ট্রফি হাতছাড়া হয় টিম ইন্ডিয়ার। অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে সমালোচনার ঝড় ওঠে ক্রিকেট মহলে। এবার ভারতীয় ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে বিস্ফোরক দাবি করলেন ভারতীয় তারকা স্পিনার।
অশ্বিনের (R Ashwin) দাবি, বর্তমান জমানায় ক্রিকেট প্রতিযোগিতা আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। তাই দলের খেলোয়াড়দের একে অন্যের সঙ্গে সময় কাটানো, গল্প, আড্ডা, এসবের আর জায়গা নেই। বলা ভাল, বন্ধুত্ব ভুলে কাজেই মন ক্রিকেটারদের। আর তাতেই হয়তো নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব দেখা দিচ্ছে। ভারতীয় অফস্পিনারের কথায়, “একটা সময় ছিল যখন সতীর্থরা বন্ধু ছিল। আর এখন তারা শুধুই কলিগ। আসলে সময় বদলে গিয়েছে। কারণ আশপাশের লোকেরা সবসময় নিজেকে আপনার থেকে এগিয়ে রাখার চেষ্টা করে চলেছে। তাই কারও কাছেই আর এটা বলার সময় নেই যে, কী রে, কেমন আছিস।”
খুব সরল ভাবেই যেন অশ্বিন বুঝিয়ে দিতে চাইলেন, সুনীল গাভাসকর কিংবা শচীন তেণ্ডুলকর কিংবা মহেন্দ্র সিং ধোনি জমানায় সতীর্থদের মধ্যে যে সখ্য ছিল, বর্তমানে তার ছিটেফোঁটাও নেই। সকলেই যেন একে অন্যকে ছাপিয়ে যেতে ইঁদুর দৌড়ে নেমেছে। বিরাট, রোহিত, জাদেজারা আজ যেন শুধুই সতীর্থ। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য কি আদৌও ভাল বিষয়? নিজের মন্তব্যের মধ্যে দিয়ে এ প্রশ্নই যেন তুলে দিলেন অশ্বিন।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তাঁর বাদ পড়া নিয়ে অশ্বিনের বক্তব্য, “খেলতে পারলে তো ভালই লাগত। গতবারের ফাইনালেও আমি চার উইকেট নিয়েছিলাম। ভাল বলও করেছিলাম। ২০১৮-১৯ থেকে বিদেশে আমি ভালই বোলিং করছি। দলের জয়ে ভূমিকাও নিয়েছি। তবে ক্যাপ্টেন ও কোচের দিক থেকে যদি ভাবি, তাহলে বলতে হয়, গতবার ইংল্যান্ডে ২-২-এ টেস্ট ড্র হয়েছিল। এবার তাঁদের মনে হয়েছে ৪ পেসার আর একজন স্পিনার নিয়ে খেলা হবে। সেভাবেই জেতা যাবে ভেবেছিল।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.