ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:আইপিএলের (IPL) জনপ্রিয়তা সারা বিশ্বজুড়ে। তরুণ প্রতিভা তুলে আনার ক্ষেত্রে গুরুত্ব রয়েছে এই মেগা টুর্নামেন্টের। আইপিএলের গুরুত্বের কথা মাথায় রেখে নয়া নির্দেশিকা জারি করেছে বিসিসিআই(BCCI)।
তামিলনাড়ু, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্যেই আইপিএলের মতো প্রিমিয়ার লিগ খেলা হয়। সেরকমই বাংলাতেও হবে বেঙ্গল প্রিমিয়ার লিগ। দেশজুড়ে চলছে আইপিএল। তার পরেই বাংলায় শুরু হচ্ছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। নতুন প্রতিযোগিতার আয়োজক সিএবি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উদ্যোগে এই টুর্নামেন্টে পুরুষ ও মহিলাদের আটটি করে মোট ১৬ দল অংশ নেবে। আগে চূড়ান্ত হয়ে গিয়েছিল শ্রাচী স্পোর্টস ভেঞ্চার ও সার্ভোটেক পাওয়ার সিস্টেমস। এবার নিশ্চিত হয়ে গেল আরও দুটি দল। রশ্মি সিমেন্ট ও অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমি দুটি দল কিনেছে। অর্থাৎ চারটি দল স্থির হয়ে গেল। বাকি রইল আরও চারটি দল।
সিএবির প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আরও দুই ফ্র্যাঞ্চাইজির যোগদানের খবর জানিয়ে বলছেন, ”বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে এরকম শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য গ্রুপ যোগদান করায় আমরা খুশি। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভা অন্বেষণের ব্যাপারে সিএবি যে কতটা তৎপর এবং আগ্রহী, তা প্রমাণ হয়ে গেল। নব্য প্রতিভাদের জন্য উজ্জ্বল মঞ্চ তৈরি করে দেওয়াই আমাদের উদ্দেশ্য়। আমাদের সঙ্গে এই জার্নিতে থাকার জন্য রশ্মি এবং রাইস অ্যাডামাস গ্রুপকে শুভেচ্ছা জানাই।”
রশ্মি গ্রুপের ডিরেক্টর সঞ্জীব কুমার পাটওয়ারি তাঁর উৎসাহ গোপন করেননি। তিনি বলেছেন, ”বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে অংশ নিতে পেরে আমরা অত্যন্ত খুশি। বাংলার ক্রিকেটে প্রচুর প্রতিভা লুকিয়ে রয়েছে। সেই লুকনো প্রতিভা তুলে আনাই আমাদের উদ্দেশ্য। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের মঞ্চে সেই প্রতিভারা নিজেদের তুলে ধরবে, এটাই চাই।”
রাইস-অ্যাডামাস গ্রুপের চেয়ারম্যান এবং অ্যাডামাস ইউনিভার্সিটির চ্যান্সেলর সমিত রায় বলেন, ”রাইস অ্যাডামাস গ্রুপ খেলার সঙ্গে শিক্ষাও প্রচার করতে চায়। আমাদের ফুটবল ক্লাব প্রথম ডিভিশনে উঠেছে। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সঙ্গে রিলায়ান্স ফাউন্ডেশন কাপের ফাইনাল রাউন্ডে খেলছে আমাদের যুব দল।” ক্রিকেটেও ছাপ ফেলতে চায় তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.