সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ের সেকেন্ড বয় পাকিস্তান। একদিনের ক্রিকেটের সেরা ব্যাটার বাবর আজম (Babar Azam)। অথচ চলতি বিশ্বকাপে অত্যন্ত হতাশাজনক পারফরম্যান্স সেই দলের। পাঁচ ম্যাচের তিনটেতেই হার। যার জেরে এবার নেতৃত্ব হারাতে চলেছেন বাবর। টুর্নামেন্টের মাঝেই তাঁর পরিবর্ত হিসেবে ঘোরাফেরা করছে তিনজনের নাম।
আহমেদাবাদে রোহিত শর্মার ভারতের কাছে কার্যত আত্মসমর্পণ করেছিল চিরশত্রুরা। অস্ট্রেলিয়ার কাছেও পরাস্ত হয় তারা। তবে আফগানিস্তানের কাছে হারতেই ধেয়ে আসে সমালোচনা। প্রশ্ন উঠেছে সেই ম্যাচে তাঁর একাধিক সিদ্ধান্ত নিয়ে। যার জেরে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনো একপ্রকার অসম্ভব হয়ে উঠেছে পাকিস্তানের জন্য। শোনা যাচ্ছে, ‘একগুয়ে’ বাবরকে আর অধিনায়ক হিসেবে চাইছে না পাক ক্রিকেট বোর্ডও (PCB)। আগামী বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আবার ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই নতুন অধিনায়কের সঙ্গে যাতে দল মানিয়ে গুছিয়ে নিতে পারে, তার জন্য বিশ্বকাপের পরই নেতৃত্ব থেকে ছেঁটে ফেলা হতে পারে বাবরকে।
#PAKvAFG | #DattKePakistani | #CWC23 pic.twitter.com/HGgqorO0iM
— Pakistan Cricket (@TheRealPCB) October 23, 2023
সেক্ষেত্রে কাদের কাঁধে উঠতে পারে নেতৃত্বের দায়িত্ব? শোনা যাচ্ছে, অধিনায়কের দৌড়ে উঠে আসছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ খান, উইকেটকিপার মহম্মদ রিজওয়ান এবং তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির নাম। তবে কোনও মিরাকল ঘটিয়ে যদি বাবর দলকে বিশ্বকাপের (ICC World Cup 2023) শেষ চারে পৌঁছে দিতে পারেন, তাহলে এ যাত্রায় তাঁর অধিনায়কত্ব বেঁচে যেতেও পারে। অর্থাৎ ভারতের মাটিতে বিশ্বকাপে বাবরের পিঠ যে কার্যত দেওয়ালে ঠেকে গিয়েছে, তা বলাইবাহুল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.