Advertisement
Advertisement
Cricket

মিনি নিলাম থেকে কোন কোন খেলোয়াড়কে দলে নিল KKR? দেখুন পূর্ণাঙ্গ তালিকা

এদিন আবার কেকেআরের নিলামের টেবিলে ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান এবং জুহি চাওলার মেয়ে জাহ্নবী।

These new players joins KKR in IPL Auction 2021 | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Abhisek Rakshit
  • Posted:February 18, 2021 9:43 pm
  • Updated:February 18, 2021 9:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই IPL-এর আরও একটি মরশুম। করোনা অতিমারীর কারণে গত বছর দুবাইয়ে (Dubai) হলেও এবার তা আয়োজিত হতে চলেছে দেশের মাটিতেই। বৃহস্পতিবারই ছিল মিনি নিলাম পর্ব। সেখানেই আটজন নতুন ক্রিকেটারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।

কয়েকদিন আগেই টম ব্যান্টন, ক্রিস গ্রিন, নিখিল নায়েক, সিদ্ধার্থ এম এবং সিদ্ধেশ ল্যাডকে ছেড়ে দিয়েছিল কলকাতা। এদিন শুরুতেই শাকিব আল হাসানকে দলে নেয় কলকাতা। এর আগেও নাইটদের দলে ছিলেন বাংলাদেশের অলরাউন্ডারটি। এবার ফের পুরনো দলেই প্রত্যাবর্তন হল তাঁর। শাকিবকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় পেল কিং খানের দল। এরপর প্রথম দফায় অবিক্রিত থেকে শেষমেশ ২ কোটি টাকায় নাইট শিবিরে এলেন হরভজন সিং। ৭৫ লক্ষ টাকায় বেন কাটিংকেও কিনেছে নাইটরা। এছাড়া পরবর্তীতে শেলডন জ্যাকসন (২০ লক্ষ), করুণ নায়ার (৫০ লক্ষ), পবন নেগি (৫০ লক্ষ), ভেঙ্কটেশ আইয়ার (২০ লক্ষ), বৈভব আরোরাকে (২০ লক্ষ) দলে নেওয়া হয়েছে। তবে গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিশ্চানদের দলে নেওয়ার চেষ্টা করলেও তাতে সফল হয়নি কেকেআর।

Advertisement

[আরও পড়ুন: মর্মান্তিক! পুণেতে ম্যাচ চলাকালীন হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু ক্রিকেটারের]

এদিকে, এদিন কেকেআরের নিলামের টেবিলে ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান এবং জুহি চাওলার মেয়ে জাহ্নবী। খোদ জুহি সেই ছবি শেয়ার করেন। আর এটা দেখার পর অনেকেই প্রশংসা করেন। কেউ কেউ আবার আরিয়ানের সঙ্গে শাহরুখের মিলও খুঁজে পান।

 

[আরও পড়ুন: জমজমাট IPL নিলাম, কেকেআরে কামব্যাক শাকিবের, টাইটেল স্পনসর হিসেবে ফিরল VIVO]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement