ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছোট ফরম্য়াটের ক্রিকেটে হার্দিক পাণ্ডিয়াকেই অধিনায়ক হিসেবে কার্যত বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু রোহিত শর্মা দিলেন একটি বড়সড় আপডেট। জানালেন, তিনি নাকি কুড়ি-বিশের বিশ্বকাপ খেলতে আগ্রহী!
গত বছর ইংল্যান্ডে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া। তারপর থেকে একাধিক দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়া খেললেও মাঠের বাইরেই ছিলেন রোহিত। এমনকী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজেও নেই ভারত অধিনায়ক। কিন্তু এই ফরম্য়াটের বিশ্বকাপে যে খেলতে চান, সে কথা লুকোলেন না ভারতীয় দলের হিটম্যান। বর্তমানে তিনি মার্কিন মুলুকে। আর সেখানেই আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা শোনা গেল তাঁর মুখে।
টি-টোয়েন্টি ফরম্যাট থেকে এবার অবসর নেওয়া উচিত রোহিত শর্মার (Rohit Sharma)। গতবারের বিশ্বকাপে ভারত পরাস্ত হওয়ার পর থেকেই এই দাবি তুলেছিল ক্রিকেটপ্রেমীদের একাংশ। এমনকী নিবার্চকরাও ছোট ফরম্যাটে তরুণদেরই সুযোগ দিতে চান। যে কারণে রোহিত ও বিরাট কোহলিকে বাদ দিয়েই দল গঠন করা হয়েছে একাধিক দ্বিপাক্ষিক সিরিজে। কিন্তু এবার রোহিত যেন সব সমীকরণ বদলে দিলেন। হঠাৎ আমেরিকায় কী করছেন? রোহিতকে এই প্রশ্ন করতেই তিনি বলে দেন, “ক্রিকেট থেকে বিরতি। তাই ঘুরছি। তবে এখানে আসার আরও একটা কারণ আছে। বিশ্বকাপ এগিয়ে আছে। ২০২৪-এর জুনে এখানেই তো টি-২০ বিশ্বকাপের আসর বসবে। সে কথা ভেবেই আগেভাগে এই জায়গাটায় ঘুরে গেলাম।”
Rohit Sharma said – More than just going & enjoying there is an other reason to come here. Bcoz you knw the WC is coming, In June there will be T20 World Cup(2024) happening, I’m pretty sure everyone is excited. We look forward to that.
Great News for all #RohitSharma fans pic.twitter.com/w3MNdAE95K
— (@ChaitRo45) August 6, 2023
রোহিতের এই মন্তব্যেই শুরু হয়েছে জল্পনা। তবে কি টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবেই খেলতে আগ্রহী তিনি? ছোট ফরম্যাট থেকে তবে অবসরের কোনও চিন্তাভাবনা নেই হিটম্যানের? নির্বাচকরাই বা এক্ষেত্রে কী ভূমিকা নেবেন? এসব প্রশ্নই ঘুরপাক খেতে শুরু করেছে ক্রিকেট মহলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.