সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহিদ আফ্রিদির (Shaid Afridi) ভারত বিদ্বেষ নতুন কিছু নয়। টি-২০ বিশ্বকাপ শুরু হওয়া ইস্তক সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে বিষোদগার করে চলেছেন প্রাক্তন পাক অধিনায়ক। তবে বাংলাদেশ ম্যাচের পর তিনি যে অভিযোগ আনলেন সেটা রীতিমতো বিস্ফোরক। অনেকটা বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের সুরে সুর মিলিয়ে আফ্রিদি বলে দিলেন আইসিসি (ICC) ভারতের প্রতি পক্ষপাতদুষ্ট। রোহিতদের সেমিফাইনালে তোলার মরিয়া চেষ্টা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
আসলে বুধবারের ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়া এখনও তোলপাড়। বাংলাদেশ সমর্থকরা আইসিসি ভারত এবং আম্পায়ারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনছেন। বাংলাদেশের সবচেয়ে বড় অভিযোগ হল, বুধবারের ম্যাচে বৃষ্টির পর মাঠ ভেজা থাকা সত্ত্বেও দ্রুততার সঙ্গে খেলা শুরু করেছিলেন আম্পায়ররা। বাংলাদেশের ক্রিকেটাররা এত জলদি মাঠে নামতে না চাইলেও অধিনায়ক শাকিবের কথা শোনা হয়নি। ওপার বাংলার সমর্থকদের সেই অভিযোগেরই প্রতিধ্বনি শোনা গেল শাহিদ আফ্রিদির গলায়।
প্রাক্তন পাক অধিনায়ক বললেন,”সবাই দেখেছেন যে মাঠ কতটা ভিজে ছিল। কিন্তু আইসিসি তো ভারতের দিকে ঝুঁকে থাকে। যে কোনও ভাবেই হোক সেমিফাইনালে ভারতকে তোলার চেষ্টা করে আইসিসি।” আফ্রিদির দাবি, ভারত-বাংলাদেশ (India vs Pakistan) ম্যাচের দিন আম্পায়ারদের উপর প্রবল চাপ ছিল। সেকারণেই বৃষ্টি থামার পরপরই খেলা শুরু করে দেওয়া হয়। তিনি বলছেন,”প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মাঠে। যেই বৃষ্টি থামল অমনি খেলা শুরু করে দেওয়া হল। আসলে আম্পায়ারদের উপর বিরাট চাপ ছিল। ভারত খেলছে অবশ্য বিরাট চাপ।” এরপর আম্পায়রদেরও কটাক্ষ করেছেন আফ্রিদি। প্রাক্তন পাক অধিনায়কের তির,”বাংলাদেশ ম্যাচের আম্পায়াররাও পাকিস্তান ম্যাচেও ছিল। এই আম্পায়ারদের পুরস্কার দেওয়া উচিত।”
শুধু ভারতকে আক্রমণ নয়, বাংলাদেশের প্রশংসাও করেছেন আফ্রিদি। তিনি বলেন,”লিটন দাস (Litton Das) খুব ভাল ব্যাট করেছে। খুব ইতিবাচক ক্রিকেট খেলেছে ও। ৬ ওভারের পর মনে হচ্ছিল আর ২-৩ ওভার উইকেট না পড়লে বাংলাদেশ জিতে যেতে পারে। বাংলাদেশের এই লড়াই প্রশংসনীয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.