Advertisement
Advertisement
Pakistan Cricket Board

World Cup 2023: হাতে ৪৮ ঘণ্টারও কম সময়, ভারতে আসার ভিসা এখনও পাননি বাবর আজমরা

আইসিসি-র উপর বেজায় চটেছে পিসিবি।

The PCB has expressed strong displeasure to the ICC over the delay in visas । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 25, 2023 7:18 pm
  • Updated:September 26, 2023 3:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিসা সমস্যা এখনও কাটেনি পাকিস্তান ক্রিকেট দলের। ভারতে আসার ভিসার অপেক্ষায় এখনও দিন গুনছে পাক দল। এদিকে ভারতে আসার দিনতারিখ এগিয়ে আসছে। হাতে রয়েছে ৪৮ ঘণ্টারও কম সময়। তবুও ভারতের ভিসা পাননি বাবর আজমরা। যার প্রেক্ষিতে পাক ক্রিকেট বোর্ড তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আইসিসির উপরে। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থার সঙ্গে আগাগোড়া যোগাযোগ রাখছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু হাতে ৪৮ ঘণ্টারও কম সময়। এখনও ভিসা না মেলায় আইসিসি-কে কড়া ভাষায় পিসিবি জানিয়েছে, একমাত্র পাকিস্তানই এখনও পর্যন্ত ভিসা পায়নি। এই ধরনের ব্যবহার একেবারেই সহ্য করা হবে না। বিষয়টার সমাধানসূত্র বের করার জন্য আইসিসি কী পদক্ষেপ করছে তাও জিজ্ঞাসা করেছে পিসিবি। 

পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ সোমবার দুবাই যাওয়ার কথা ছিল পাকিস্তানের। সেখানে দুদিন থাকার পরে ভারতে আসার কথা ছিল বাবর আজমদের। কিন্তু ভারতের ভিসা পেতে বিলম্ব হওয়ায় পরিকল্পনা বদলাতে হয়েছে। সোমবারের পরিবর্তে বুধবার দুবাই যাবেন পাক ক্রিকেটাররা। কিন্তু ভিসাই তো এখনও পাননি বাবর আজমরা। 

Advertisement

[আরও পড়ুন: Asian Games: ভারতকন্যাদের প্রতিভায় শীর্ষে তেরঙ্গা, এশিয়ার সেরা হওয়ার পরে হরমনপ্রীতদের অভিনন্দন মোদির]

 

এদিকে বৃহস্পতিবার পাক দলের গা ঘামানোর ম্যাচ রয়েছে হায়দরাবাদে। পরিবর্তিত পরিস্থিতিতে  বুধবার দুবাই পৌঁছে বৃহস্পতিবার ভারতে আসবেন বাবর আজমরা।

 হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের গা ঘামানোর ম্যাচ। উল্লেখ্য, পর্যাপ্ত পুলিশ পাওয়া না যাওয়ায় দর্শক থাকবে না স্টেডিয়ামে। ৩ অক্টোবর দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।   

[আরও পড়ুন: এশিয়ান গেমসে হরমনপ্রীতদের ‘চক দে’, প্রথমবার নেমেই সোনা জয় ভারতের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement