সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তিন ছক্কা হাঁকিয়ে ৪ বলে ২০ রান করে মাঠ ছাড়েন মাহি। ড্রেসিংরুমে ফিরে যাওয়ার সময় গ্যালারিতে বসে থাকা এক শিশুকে ম্যাচের বলটি উপহার দিয়ে যান তিনি। এবার সেই বল হাতেই বিশেষ প্রতিজ্ঞা করল সেই খুদে। যে ভিডিও এখন সোশাল মিডিয়ার চর্চায়।
শুক্রবার আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলের তরফে সোশাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা মিলেছে সেই খুদের। সে জানাচ্ছে, “ধোনি আঙ্কল আমায় এই বলটা উপহার দিয়েছে। দারুণ লাগছে। আমিও একদিন ভারতের হয়ে খেলব। সেটাই আমার স্বপ্ন। তার পর এই বলটা অন্য কাউকে উপহার দেব।” ভিডিওতে ব্যাট হাতে নেটেও দেখা যাচ্ছে মেহেরকে। ধোনির সাময়িক উপস্থিতিই যে তাকে ক্রিকেটার হতে অনুপ্রেরণা জুগিয়েছে, তা বলাই বাহুল্য।
That sweet moment when MSD paused for a young fan & gave her the ball| #IPLonStar🏏
In #IPLFanWeekOnStar, hear from little Meher, who lived the dream of many @msdhoni fans & aspires to represent India in cricket 😍
All eyes are on the ‘Thala’ who is all set to roar again with… pic.twitter.com/7D1cDcuhcl
— Star Sports (@StarSportsIndia) April 19, 2024
মেহেরের বাবাও যেন এখনও ঘোরের মধ্যে রয়েছেন। বিশ্বাসই করতে পারছেন না, প্রাক্তন চেন্নাই সুপার কিংস অধিনায়ক তাঁর মেয়েকে বল উপহার দিয়েছেন। এই ঘটনা যেন তাঁদের জীবন পালটে দিয়েছে। এই স্মৃতিই ভবিষ্যতে মেহেরকে ভালো কাজ করার শক্তি জোগাবে, আশা পরিবারের।
এমনিতেই বিশ্বজুড়ে ‘থালা’ ধোনির ভক্তের অভাব নেই। যেখানেই তিনি যান, উপচে পড়ে অনুরাগীদের ভিড়। আইপিএলে চেন্নাইয়ের প্রতিপক্ষ সমর্থকরাও সর্বদা ধোনির একটা দুরন্ত ইনিংস দেখার অপেক্ষায় থাকেন। ধোনিও বারবার তাঁদের প্রত্যাশার দ্বিগুণ ফিরিয়ে দেন। গত ১৪ এপ্রিল ওয়াংখেড়েতেও ফের ধরা পড়েছিল সেই ছবিটাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.