Advertisement
Advertisement
MS Dhoni

বল উপহার দিয়েছিলেন ধোনি, সেই বল হাতেই বিশেষ শপথ খুদে মেহেরের, ভিডিও ভাইরাল

ভিডিওতে ব্যাট হাতে দেখা যাচ্ছে খুদে মেহেরকে।

The little girl who got gift from MS Dhoni, makes a promise
Published by: Sulaya Singha
  • Posted:April 20, 2024 10:49 am
  • Updated:April 20, 2024 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তিন ছক্কা হাঁকিয়ে ৪ বলে ২০ রান করে মাঠ ছাড়েন মাহি। ড্রেসিংরুমে ফিরে যাওয়ার সময় গ্যালারিতে বসে থাকা এক শিশুকে ম্যাচের বলটি উপহার দিয়ে যান তিনি। এবার সেই বল হাতেই বিশেষ প্রতিজ্ঞা করল সেই খুদে। যে ভিডিও এখন সোশাল মিডিয়ার চর্চায়।

শুক্রবার আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলের তরফে সোশাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা মিলেছে সেই খুদের। সে জানাচ্ছে, “ধোনি আঙ্কল আমায় এই বলটা উপহার দিয়েছে। দারুণ লাগছে। আমিও একদিন ভারতের হয়ে খেলব। সেটাই আমার স্বপ্ন। তার পর এই বলটা অন্য কাউকে উপহার দেব।” ভিডিওতে ব্যাট হাতে নেটেও দেখা যাচ্ছে মেহেরকে। ধোনির সাময়িক উপস্থিতিই যে তাকে ক্রিকেটার হতে অনুপ্রেরণা জুগিয়েছে, তা বলাই বাহুল্য।

Advertisement

[আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ৭ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা, ভিজতে পারে উত্তরবঙ্গ]

মেহেরের বাবাও যেন এখনও ঘোরের মধ্যে রয়েছেন। বিশ্বাসই করতে পারছেন না, প্রাক্তন চেন্নাই সুপার কিংস অধিনায়ক তাঁর মেয়েকে বল উপহার দিয়েছেন। এই ঘটনা যেন তাঁদের জীবন পালটে দিয়েছে। এই স্মৃতিই ভবিষ্যতে মেহেরকে ভালো কাজ করার শক্তি জোগাবে, আশা পরিবারের।

এমনিতেই বিশ্বজুড়ে ‘থালা’ ধোনির ভক্তের অভাব নেই। যেখানেই তিনি যান, উপচে পড়ে অনুরাগীদের ভিড়। আইপিএলে চেন্নাইয়ের প্রতিপক্ষ সমর্থকরাও সর্বদা ধোনির একটা দুরন্ত ইনিংস দেখার অপেক্ষায় থাকেন। ধোনিও বারবার তাঁদের প্রত্যাশার দ্বিগুণ ফিরিয়ে দেন। গত ১৪ এপ্রিল ওয়াংখেড়েতেও ফের ধরা পড়েছিল সেই ছবিটাই।

[আরও পড়ুন: ‘সেক্স’ নয়, সাক্ষাৎকারে ‘এগস’ বলেছিলেন মহুয়া! উঠল শব্দ বিকৃতির অভিযোগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement