রাহুল দ্রাবিড়। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের হেডস্যর হিসেবে কাজ করতে দেখা যাবে রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। রাজকোটে একথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah)।
জুন মাসে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। সেই মেগা ইভেন্টে জাতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে রোহিত শর্মাকে। জাতীয় দলের কোচ হিসেবে কাজ করবেন রাহুল দ্রাবিড়।
উল্লেখ্য, বিশ্বকাপের পরই রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ডিসেম্বর-জানুয়ারি মাসে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা সফরে দ্রাবিড়ই ছিলেন দেশের কোচ। তাঁর সঙ্গে বিসিসিআই চুক্তি করেছে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। রাজকোটে জয় শাহ বলেন, ”বিশ্বকাপের পরে রাহুল ভাইকে দ্রুত দক্ষিণ আফ্রিকা সফরে যেতে হয়েছিল। এর মধ্যে দ্রাবিড়ের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। রাহুল দ্রাবিড়ের মতো এরকম সিনিয়র একজনের চুক্তি নিয়ে কেন আপনারা এত চিন্তা করছেন? টি-টোয়েন্টি বিশ্বকাপেও রাহুল ভাইই দলের কোচ।”
জয় শাহ আরও জানান, মেগা ইভেন্টের আগে আরও কয়েকপ্রস্থ আলোচনার দরকার দ্রাবিড়ের সঙ্গে। তিনি বলেছেন, ”সময় পেলে রাহুল ভাইয়ের সঙ্গে কথা বলব। একের পর এক সিরিজ রয়েছে এখন।”
উল্লেখ্য, এবার নিয়ে দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup) দেশকে নেতৃত্ব দেবেন রোহিত। ২০২২ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতকে। তারপর থেকে গত মাস পর্যন্ত টি-টোয়েন্টি আর খেলেননি রোহিত (Rohit Sharma)। গত মাসে আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে তাঁর হাতে ফের নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়। যার পর অনেকেই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে, রোহিতের হাতেই অধিনায়কত্বের তাজ উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.